শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

এক যুগ প্রতিষ্ঠা বার্ষিকীতে এমপি আবু জাহির ॥ বৈশাখী টিভি এক যুগ ধরে মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে লালন পালন করছে

  • আপডেট টাইম বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬
  • ৪৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য বলেছেন, বৈশাখী টিভি এক যুগ ধরে মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে লালন পালন করছে। ৪৫ বছর পূর্বে দেশ স্বাধীন হয়েছিল, যা আজও সেই স্বাধীনতার দৃশ্য বৈশাখী টিভিতে দেখা যায়। এতে করে তরুণ প্রজন্ম স্বাধীনতার প্রতি, স্বাধীনতার চেতনা প্রতি উজ্জ্বীবিত হচ্ছে। তিনি বলেন, হবিগঞ্জে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করে বৈশাখী টিভি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। তাছাড়া হবিগঞ্জের বিভিন্ন উন্নয়নের গুরুত্বপূর্ণ বিষয় আরো গতিশীল ভাবে বৈশাখী টিভি সম্প্রচার করা হলে হবিগঞ্জ উন্নত হবে, উপকৃত হবে, আলোকিত হবে। তিনি গতকাল মঙ্গলবার হবিগঞ্জ প্রেসক্লাবে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৈশাখী টিভির এক যুগ প্রতিষ্ঠা বার্ষিকী পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। হবিগঞ্জ প্রেসকাবের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে ও বৈশাখী টিভি হবিগঞ্জ জেলা প্রতিনিধি রাসেল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উপ-সচিব সফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার আসম শামছুল ইসলাম ভূইয়া, দৈনিক হবিগঞ্জ সমাচারের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা রফিক, প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, এয়ার লিংক ক্যাবল টিভি নের্টওয়ার্ক এর চেয়ারম্যান নুর উদ্দিন জাহাঙ্গীর। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এসএ টিভির জেলা প্রতিনিধি আব্দুর রউফ সেলিম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সাইদুজ্জামান জাহির, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নির্মল ভট্রাচার্য্য রিংকু, হবিগঞ্জ প্রেসকাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী শওকত, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী, জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, বাপা হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, জেলা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি এম এ ওয়াহেদ, সহ-সভাপতি অপু চৌধুরী, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন রুমি, যমুনা টিভির জেলা প্রতিনিধি প্রদীপ দাশ সাগর, জিটিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ নুর উদ্দিন, দৈনিক হবিগঞ্জ সমাচারের নির্বাহী সম্পাদক দিদার এলাহী সাজু, মোহনা টিভির জেলা প্রতিনিধি মোঃ ছানু মিয়া, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এস এম সুরুজ আলী, জুয়েল চৌধুরী, এম কাউছার আহমেদ, জাকারিয়া চৌধুরী প্রমুখ। সভাশেষে অতিথিবৃন্দ কেককেটে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা করেন পরে একটি র‌্যালি শহরে অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক, বিভিন্ন সামাজিক সাংস্কৃতি ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশ গ্রহন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com