চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট-বাল্লা সড়কে ছিনতায়ের ঘটনা ঘটেছে। দিনে দুপুরে ছিনতাই সংগঠিত হবার কারনে ওই সড়কে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের মাঝে নতুন করে ছিনতাই আতংক দেখা দিয়েছে। বাল্লা সীমান্তের টেকেরঘাট গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র বকুল মিয়া জানান, গতকাল আমুরোড বাজারে কেনাকাটা সেরে তিনি বাই সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। সড়কের ইছালিয়া ব্রীজের কাছে পৌছা মাত্র ছিনতাইকারী তাদের অস্ত্রের ভয় দেখিয়ে বাই সাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা-কড়ি লুট করে নিয়ে যায়। তিনি বিষয়টি গাজীপুর ইউপি মেম্বার আঃ হাশিমকে জানিয়েছেন।