বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হবিগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক ড. এ.এস.এম আমানুল্লাহ এর উপর হামলা শহরে জুয়ার স্পট থেকে ৮টি মোটর সাইকেল-সিএনজি জব্দ মাধবপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা দ্রুত বিচার আইনে মামলা হলেও আসামী গ্রেফতার হচ্ছে না বানিয়াচঙ্গের মন্দরী গ্রাম থেকে ৯শ পিস ইয়াবা ও আধা কেজি গাঁজাসহ মনফর মিয়া আটক নিজামপুর ইউনিয়ন গণঅধিকার পরিষদের কমিটি অনুমোদন নবীগঞ্জের শ্রীমতপুর গ্রামের প্রবীণ মুরুব্বি নুরুজ্জামান চৌধুরী আর নেই ॥ দাফন সম্পন্ন জেলা বিএনপির প্রস্তুতি সভায় জি কে গউছ ॥ বিএনপিকে জনগণ থেকে আলাদা করতে বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত বানিয়াচঙ্গে গরু চুরি বৃদ্ধি হবিগঞ্জ শহরে বাসার ভেন্টিলেটার ভেঙ্গে চুরি

সড়ক উন্নয়নে চেয়ারম্যানদের সাথে প্রকৌশলীদের সভা

  • আপডেট টাইম বুধবার, ২৯ জুলাই, ২০১৫
  • ৫১৪ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ হবিগঞ্জ, বানিয়াচং, আজমিরীগঞ্জ ও নবীগঞ্জ সড়কের উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত সহ বনায়নের জনদাবীর বিষয়ে ইউ.পি চেয়ারম্যানদের সাথে হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগীয় প্রকৌশলীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সাড়ে ১০টায় হবিগঞ্জ সড়ক ভবনে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলমের অফিস কক্ষে অনুষ্ঠিত আলোচনায় চেয়ারম্যানগণ হবিগঞ্জ-বানিয়াচং সড়ক ও শরীফ উদ্দিন সড়কের উন্নয়ন দ্রুত সম্পন্ন করাসহ বানিয়াচং আজমিরীগঞ্জ সড়কের ১ম কি: মি: বিপদজনক গর্ত বন্ধ করা, ২ কি: মিটারে প্রথমরেখ গ্যাপে জরুরী ভিত্তিতে ড্রেন কালভার্ট নির্মান ও মাটি ভরাট করে চলাচল উপযোগী করা, বানিয়াচং-নবীগঞ্জ সড়ক নির্মান দ্রুত সম্পন্ন করা, বানিয়াচং থানা থেকে কালারডোবা ও থানা থেকে কাগাপাশা পর্যন্ত সড়কে সামাজিক বনায়নের দাবী করে বাস্তবায়নের আহবান জানিয়ে জনগণের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এসময় ব্র্যাকের পক্ষ থেকে সড়ক দু’টি ১ মাসের মধ্যে বনায়নের অঙ্গীকারের লিখিত প্রস্তাব দেয়া হয়। আলোচনাকালে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, বর্ষা  মৌসুম জনিত কারনে বা বানিয়াচঙ্গ সড়ক সংস্কার উন্নয়ন স্থগিত করা হলেও আবহাওয়ার উন্নতি হলে দ্রুত সংস্কার কার্যক্রম শুরু করা হবে। অন্যান্য সড়কগুলোর ব্যাপারেও কার্যকরী পদক্ষেপ নেয়া হবে বলে তিনি জানান। আলোচনায় অংশ গ্রহন করেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, ৩নং বানিয়াচং সদর দক্ষিণ পূর্ব ইউ.পি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, ব্র্যাক বানিয়াচঙ্গ উপজেলা উন্নয়ন সমন্বয়কারী মোঃ মহসীন উদ্দিন, হবিগঞ্জ ট্রাক মালিক সমিতির সভাপতি মোঃ সিরাজ উদ্দিন খান, সড়ক ও জনপথ বিভাগীয় এসডিই মোঃ রুকন উদ্দিন, এসও মোঃ বাসাররুল আলম প্রমুখ।
অপরদিকে গতকাল মঙ্গলবার দুপুরে বনায়নের বিষয়টি বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ এর সংসদ সদস্য আলহাজ এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান এর দৃষ্টি আকর্ষন করা হলে তিনি অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইফতেখার কবির ও নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে হবিগঞ্জ-বানিয়াচং-নবীগঞ্জ সড়ক বনায়নের জন্য ব্র্যাক এর প্রস্তাব অনুমোদনের জন্য দিক নির্দেশনা প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com