সোমবার, ১৫ এপ্রিল ২০২৪, ০৭:৩৭ অপরাহ্ন

কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ॥ নবীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান কোটি টাকার মালামাল জব্দ

  • আপডেট টাইম বুধবার, ৪ মার্চ, ২০১৫
  • ৩৭২ বা পড়া হয়েছে

এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের গ্যাস ক্ষেত্র বিবিয়ানা নর্থপ্যাড এলাকার কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বালুসহ কোটি টাকার মালামাল জব্দ করেছে। গতকাল দুপুরে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট অভিযান চালিয়ে উত্তোলিত বালু, ৪টি বালু উত্তোলনের ড্রেজিং মেশিন এবং ১৯৮টি লোহার পাইপ জব্দ করেন। এ ব্যাপারে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলার প্রস্তুতি চলছে। ক্ষমতাসীন দলের জনৈক প্রভাবশালী ব্যক্তি ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও মোবাইল কোর্ট সূত্র জানায়, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার সীমান্ত রেখায় অবস্থিত উপজেলার কুশিয়ারা তীরবর্তী স্থান থেকে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছে প্রভাবশালী একটি মহল। অবৈধ লীজের নামে কোটি কোটি টাকার বালু লোপাটের মহোৎসব চলছে। গতকাল হবিগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় দুই জেলার পৃথক কাগজপত্র দেখিয়ে দখলদার চক্র নিজেদের ইজারাদার দাবি করে। জনৈক বদরুলের পক্ষে গোলাম হোসেন নামের এক ব্যক্তি কাগজপত্র প্রদর্শন করেন। কাগজপত্র যাচাইকালে দুই জেলার কথিত লীজের সত্যতা প্রতিয়মান হয়নি। পরে ঘটনাস্থল থেকে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় আনুমানিক প্রায় ৪০-৫০ ঘনফুট বালু, ৪টি ড্রেজার মেশিন এবং ১৯৮টি বালু উত্তোলনের লোহার পাইপ জব্দ করা হয়। ইজারাদার চক্রকে ২৪ ঘন্টার মধ্যে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে বৈধ দালিলিক প্রমাণাদি দাখিলের নির্দেশ দেন বিজ্ঞ বিচারক। অন্যথায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার কথা জানানো হয়। জব্দকৃত সরঞ্জমাদি স্থানীয় ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির হেফাজতে রাখা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনাকালীন সময়ে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম, নবীগঞ্জ উপজেলার সার্ভেয়ার মোঃ আমিনুর রহমান, স্থানীয় তহসীলদার মহসিন আলী, ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com