স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ১২ নং সুজাতপুর ইউনিয়নের ইকরাম শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়ার জায়গায় উদ্ধারের জন্য আখড়া পরিচালনা নতুন কমিটির উদ্যেগে উদ্ধার প্রক্রিয়ার কার্যক্রম শুরু করার জন্য এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গ্রামের বিশিষ্ট মুরুব্বীয়ানের উপস্থিতি এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন- ১২ নং সুজাতপুর ইউপি সুযোগ্য চেয়ারম্যান সাদিকুর রহমান সাদিক, দক্ষিণ বানিয়াচং উপজেলার যুবদলের আহ্বায়ক মোঃ নুরুল হুদা, বিশিষ্ট মুরুব্বি খসরু মিয়া, মোঃআক্কল মিয়া, মোঃ তকদির মিয়াসহ জগন্নাথ জিউর আখড়া উপদেষ্টা অরবিন্দু দস্তিদর, মন্টু রায়, স্বেচ্ছাসেবক দলের ১২নং সুজাতপুর ইউপি সভাপতি জিলাই মিয়া, যুব সংঘের সভাপতি মোঃ আবিদ মিয়া ও জগন্নাথ আখড়ার সভাপতি সুজন সরকার, সাধারণ সম্পাদক প্রমোদ সরকার, কোষাধ্যক্ষ অজিত সরকার, সহ-সভাপতি রবীন্দ্র সরকার, বিজয় সরকার, পরিমল সরকার, সুভাষ সরকার, ইন্দ্রমোহন সরকার, মঙ্গঁল সরকার, চিরুপ সরকার, রিংকু সরকার অন্যান্যসহ কমিটির পাঁচ গ্রামের সকল ভক্তবৃন্দ। বক্তারা বলেন- বিগত১৭/০৬/২০২০ইং সালে সাবেক চেয়ারম্যান আকছির মিয়া সামদু কাছ থেকে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা ও অতিরিক্ত পুলিশ সুপার শেখ সেলিম (বানিয়াচং সার্কেল) হবিগঞ্জ জেলার সনাতনী নেতৃবৃন্দ মাধ্যমে আখড়ার জায়গা উদ্ধার করেন। কিন্তু সাবেক চেয়ারম্যান সামদু ও তার ছোট ভাই সফিকুল মিয়া গং মিলে আখড়ার প্রায় ১৫/১৬ খের পুকুর ও জায়গা জোরপূর্বকভাবে মাছ চাষ করে দখল করছেন। তারা পেশী শক্তির প্রয়োগ করে সংখ্যালঘুদের দেবোওর সম্পত্তির এই জায়গায় দখল করে রেখেছেন। সভায় বক্তারা অবিলম্বে জায়গার দখল না ছাড়লে এ ব্যাপারে কঠোর আন্দোলন গড়ে তুলবো।