মাধবপুর প্রতিনিধি ॥ শিক্ষার্থীদের পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্ববোধ, নেতৃত্বগুণ ও নৈতিক মূল্যবোধ বিকাশের লক্ষ্যে হবিগঞ্জের মাধবপুরের ঐতিহ্যবাহী সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজে প্রথমবারের মতো চার দিনব্যাপী ‘১ম ফ্রেন্ডশিপ ক্যাম্প’ শুরু হয়েছে। কলেজ প্রাঙ্গণে আয়োজিত উক্ত ক্যাম্প গতকাল ১৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলবে।
গতকাল সকালে কলেজ চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সায়হাম গ্রুপের পরিচালক কলেজের দাতা সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ এফ. এ. এম. শাহজাহান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক বিকাশ, শৃঙ্খলা, নেতৃত্ব ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন ক্যাম্প শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী, দায়িত্বশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর মো. সেলিম, প্রফেসর মো. ইলিয়াস বখত চৌধুরী জালাল এবং সাবেক শিক্ষক মোহাম্মদ শরিফ জসীম। তাঁরা বলেন, বন্ধুত্ব ও দলগত কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীরা পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে পারে, যা ভবিষ্যৎ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আলাউদ্দিন আল রনি, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী এবং সাধারণ সম্পাদক সালমান আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাম্প চিফ ও সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জাহির উদ্দিন।