আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জের বিভিন্ন এলাকায় সরকারী খাস জমিসহ ব্যক্তি মালিকাধীন জমি থেকে মাটি উত্তোলন করে বিক্রির ধূম পড়েছে। খাস জমি থেকে মাটি উত্তোলনের ফলে এক দিকে সরকার রাজস্ব হারাচ্ছে, অপরদিকে পরিবেশ দুষণ ঘটছে। আর ব্যক্তি মালিকাধীন জমি থেকে মাটি উত্তোলনের ফলে জমির উর্বরতা শক্তি হারিয়ে ফসলের অনুপযোগি হয়ে পড়ছে। উত্তোলিত এসব মাটি নিচু জমি ভরাটসহ বিভিন্ন কাজে স্থানীয়ভাবে চড়া দামে বিক্রি করা হচ্ছে। বেশ কিছু দিন ধরেই প্রভাবশালী মহল মাটি উত্তোলনের কাজ চালাচ্ছে বলে স্থানীয়রা জানান। নদীর পাড় ও চরাঞ্চলসহ অন্তত ১৫টিরও বেশী স্পটে মাটি উত্তোলন চলছে।
স্থানীয়রা জানান, উত্তোলিত মাটি প্রতি ট্রলি ৪৫০ থেকে ৫০০ টাকা এবং প্রতি ট্রাক্টর ৮০০ থেকে ৮৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। প্রশাসনের নজর এড়াতে দিনের পরিবর্তে সন্ধ্যার পর থেকে ভোর রাত পর্যন্ত প্রভাবশালী একটি চক্র ভেকু মেশিন ব্যবহার করে মাটি কেটে ট্রলি ও ট্রাক্টরের মাধ্যমে পরিবহণ করছে। এতে পরিবেশ আইন লঙ্ঘিত হচ্ছে, অন্যদিকে আঞ্চলিক সড়কগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রশাসনের পর্যাপ্ত নজরদারির অভাবে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে মাটি ব্যবসায়ী সিন্ডিকেট গুলো। প্রতিদিন সরকারি খাস জমি থেকে মাটি উত্তোলন ও বিক্রির কার্যক্রম চললেও সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসগুলোতে মাটি উত্তোলন সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না।
স্থানীয় বাসিন্দারা বলেন, প্রতিদিন রাত নামলেই শুরু হয় মাটি বোঝাই ট্রলি ও ট্রাক্টরের বিকট শব্দ। সারারাত এসব যানবাহনের চলাচলে এলাকাবাসীর স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। মাটি উত্তোলনকারী চক্রগুলো প্রভাবশালী হওয়ায় সাধারণ মানুষ নীরব থাকতে বাধ্য হচ্ছেন। এ বিষয়ে উপজেলার সদর, বদলপুর ও কাকাইলছেও ইউনিয়নের ইউনিয়ন ভূমি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, মাটি উত্তোলন সংক্রান্ত নির্দিষ্ট কোনো তথ্য তাদের কাছে নেই। তবে কোনো অভিযোগ পেলে তারা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের চেষ্টা করেন।
এ বিষয়ে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রেজাউল করিম বলেন, আমি কয়েকদিন আগেই উপজেলায় যোগদান করেছি। মাটি উত্তোলনের বিষয়টি গতকালই জানতে পেরেছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।