মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ¦ সৈয়দ মোঃ ফয়সল বলেছেন- বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া যে দিন আমাকে স্নেহ করে বিএনপির পতাকা তুলে দিয়েছিলেন সে দিন থেকে আজ পর্যন্ত বিএনপি ছেড়ে যায়নি। হবিগঞ্জ তথা মাধবপুর-চুনারুঘাটে বিএনপিকে শক্তিশালী করতে নিরলস ভাবে কাজ করছি। বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে অত্যান্ত ভালবাসেন তাই বিএনপির শাসনামলে এমপি মন্ত্রী না হয়েও চুনারুঘাটে রাজার বাজার, কাজির খীল ব্রীজ, হাসপাতালের উন্নয়ন এবং স্কুল কলেজ এবং রাস্তা-ঘাটসহ শত কোটি টাকার উন্নয়ন মূলক কাজ করেছি। তিনি আরও বলেন-বিএনপির বিরুদ্ধে অপ প্রচার চলছে। আমাদের সবাইকে সাবধান থাকতে হবে। তিনি গত সোমবার চুনারুঘাট উপজেলার বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা গুলো বলেন। চুনারুঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান ও সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখতে গিয়ে সায়হাম কটর্ন মিলস’র এমডি প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমদ বলেন- চুনারুঘাটের মানুষের সঙ্গে আমাদের সর্ম্পক আত্নার সর্ম্পক। এ সর্ম্পক দিন দিন আরও মজবুত হবে ইনশাল্লাহ। কিন্তু বিগত ১৬টি বছর ফ্যাসিষ্ট সরকার আমাদেরকে স্বাধীন ভাবে ব্যবসা করতে দেয় নাই। পদে পদে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তাই এখন সুযোগ এসেছে এলাকার জন কিছু করার। আমার বাবাকে সুযোগ দেন আমরা উন্নয়ন দিব। মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান- বলেন বিগত ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকারের সময়ে জনসেবা মূলক কাজের মাধ্যমে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ রেখেছি। মামলা-হামলার শিকারহয়েছি তবুও বিএনপি ছেড়ে যায়নি। সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজ্জামেল তালুকদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাবেক মেয়র নাজিম উদ্দিন, হবিগঞ্জ জজ কোর্টের পিপি এড. আব্দুল হাই, বিএনপি নেতা শফিকুল ইসলাম, হাবিবুর রহমান, সালাউদ্দিন, ফারুক আহম্মদ, ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মুকিত, আজমল মিয়া, সৈয়দ মাসুদ, সৈয়দ মাহফুজুর রহমান, আবু মিয়া, জলিল মেম্বার, বাবুল হোসেন, নূরুল হক মেম্বার, মিজানুর রহমান, আব্দুল হাই মেম্বার, লিটন মাষ্টার, ছায়েদ মেম্বার, মোস্তাক আহম্মেদ জুয়েল, যুবদলের আহবায়ক এড.মোজাম্মেল হক যুগ্ম আহবায়ক আবু নাঈম, জালাল আহম্মদ, সহিদুল ইসলাম জামাল, জালাল আহম্মদ, ফজলুল হক তালুকদার প্রমুখ। তৃর্নমূলের নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্র্তৃক ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য আসন্ন সংসদ নির্বাচনে সৈয়দ মোঃ ফয়সলকে দলীয় মনোনয়ন আনার জন্য অনুরোধ করেন।