স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ থানা পুলিশের ডেভিল হান্ট ও বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার সাজ্জাদ আলী (৩০) শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গ্রেপ্তার ও উপজেলার দণি বড়চর গ্রামের সজ্জব আলীর ছেলে। অপরদিকে কদমতলী গ্রামের মৃত আমির হোসেনের পুত্র জুয়েল মিয়া (৩৭) কে গ্রেফতার করা হয়। গত রবিবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কান্ত নাথ বলেন-আসামীদের গতকাল সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।