বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বিজিবি’র পৃথক অভিযান দেড় কোটি টাকা মূল্যের বিভিন্ন পণ্য ও মদ আটক নবীগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়ি থেকে পাইপগান উদ্ধার বানিয়াচঙ্গে ৫ আগস্টের ঘটনায় ৮২ জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের শহরের ইনাতাবাদে ব্যাংক ম্যানেজারের বাসায় চুরি হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের প্রক্রিয়া থেকে সরে আসার দাবিতে ঢাকায় মানববন্ধন অনুষ্টিত পৌর বিএনপির সভায় জি কে গউছ মানুষ বিএনপিকে নিয়ে স্বপ্ন দেখছে হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টি’র কমিটি বাতিল ও প্রশাসক নিয়োগ করে দ্রুত নির্বাচনের দাবীতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি নবীগঞ্জে যুবলীগ নেতাকে গ্রেফতারের পর থানায় বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে দলীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী বিএনপি-যুবদলের ফ্রিডম ওয়ার্ল্ড পার্কের দ্বিতীয় বর্ষপূর্তিতে সুধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান বানিয়াচঙ্গের সুনামপুর গ্রামের আন্নর আলীর মৃত্যুর ঘটনায় আসামিদের রিমান্ড আবেদন

মাধবপুরে ইফতার মাহফিলে উজ্জীবিত বিএনপি নেতাকর্মীরা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৫ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ বিগত আওয়ামীলীগ সরকারের আমলে মন খুলে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে পারেনি বিএনপির নেতাকর্মীরা। বিএনপি কেন্দ্রীয়ভাবে কোন কর্মসূচি ঘোষণা করলে তা পালন করতে উদগ্রীব ছিল দলের কর্মীরা। যারা সাহস করে দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছেন তাদের নানাভাবে দমন পীড়ন করা হয়েছে। কিন্তু এরপরও মাধবপুরে দলের নেতাকর্মীরা হাল ছাড়েননি। জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মোঃ ফয়সল ও তার ভাই মাধবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি উপজেলা চেয়ারম্যান থাকাকালে দলের নেতাকর্মীদের আগলে রেখেছেন। সরকারের বাধাবিপত্তি উপেক্ষা করে তাদের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে কেন্দ্র থেকে ঘোষিত সব কর্মসূচি ও দলের সভা করেছেন। দলের কর্মসূচি পালন করতে গিয়ে বিএনপি নেতা সৈয়দ শাহজাহানসহ একাধিক শীর্ষ নেতার নামে হয়েছে বহু মিথ্যা মামলা। এসব মামলা দিয়ে মাসের পর মাস হয়রানি করা হয়েছে। তবুও তারা দল থেকে বিচ্যুত হয়নি।
৫ আগস্ট সরকার পতনের পর মাধবপুরে বিএনপি নেতাকর্মীরা এখন উন্মুক্ত পরিসরে রাজনীতি করার সুযোগ পেয়েছেন। সরকার পতনের আগস্টে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মোঃ ফয়সলের নির্দেশে তার ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান এবং তার দু ছেলে সৈয়দ মোঃ ইশতিয়াক আহমেদ এবং সৈয়দ মোঃ সাফকাত আহমেদ মাধবপুরে রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাতদিন মাঠে থেকে কাজ করেছেন। যাতে কোন প্রাণহানি ও কারো জানমালে ক্ষতি না হয় নিরলসভাবে কাজ করেছেন। তাদের প্রচেষ্টায় মাধবপুরে কোন রাজনৈতিক সহিংসতা ঘটেনি। এখন পবিত্র রমজান মাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মাধবপুরে প্রতিটি ওয়ার্ডে ইফতার হচ্ছে। ইফতারকে কেন্দ্র করে নেতাকর্মীরা আরো উজ্জীবিত হতে দেখা যাচ্ছে। কারন চলতি বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচনকে মাথায় রেখে বিএনপির নেতাকর্মীরা প্রস্তুতি নিয়ে রাখছেন। হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও মাধবপুর-চুনারুঘাট হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল সুষ্ঠুভাবে ইফতার সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের সহযোগিতা করেছেন। মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ সামসুল ইসলাম কামাল বলেন, বিএনপির রাজনীতি করতে গিয়ে মাধবপুরে অনেক নেতাকর্মীদের হয়রানি করা হয়েছে। এ সময় জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মোঃ ফয়সল ও সহ-সভাপতি সৈয়দ মোঃ শাহজাহান সবার পাশে থেকে মনোবল চাঙ্গা করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মাধবপুরে সব কটি ওয়ার্ডে ইফতার ও দলীয় সভা শেষের দিকে।
গতকাল বুধবার আন্দিউড়া ও মাধবপুর পৌরসভায় ইফতার ও দলীয় সভা হয়েছে। এতে বিএনপির সহ-সভাপতি পারভেজ আলম চৌধুরী, হাজী অলিউল্লাহ, আরজু মেম্বার, সৈয়দ জাবেদ, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল বাবুল, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, সামসুল ইসলাম মামুন, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সহ-সভাপতি মাসুক মিয়া সাধারণ সম্পাদক আলা উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কবির চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মারুফ মিয়া, যুগ্ম আহ্বায়ক জামিল চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফরিদ মিয়া,আল আমিন, শ্রমিক দলের আহ্বায়ক মাসুদ আলী, পৌর যুবদলের আহ্বায়ক জনি পাঠান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক সুজন, পৌর ছাত্রদলের আহ্বায়ক রিপন মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর কবির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল মিয়া, প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপির ও অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অসংখ্য নেতাকর্মী ও সাধারণ মানুষের ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com