রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৬:৩৪ পূর্বাহ্ন

আগামী ১৫ মার্চ ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলায় এবার ৩ লাখ ৫৩ হাজার ৩২৫ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ১৫ মার্চ জেলার সকল উপজেলা ও পৌরসভায় এ ক্যাপসুল খাওযানো হবে।
গতকাল ১২ মার্চ বুধবার বেলা ১২টায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল কার্যালয়ের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা.রত্নদীপ বিশ্বাস। তিনি জানান, শিশুদের মধ্যে ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ১১ হাজার ৭৪১ জন পাবে লাল রঙের ক্যাপসুল এবং ৬ থেকে ১১ মাস বয়সী ৪১ হাজার ৫৮৪ জন পাবে নীল রঙের ক্যাপসুল। এছাড়াও জেলার ১৯২৭টি স্থায়ী ইপিআই কেন্দ্রে ক্যাম্পেইন সফলের জন্য মাঠে থাকবে সুপারভাইজার ২৫২, স্বাস্থ্য বিভাগ থেকে ৩২৪, পরিবার পরিকল্পনা বিভাগ থেকে ৪৪৭, সিএইচচসিপি থেকে ২১৭ ও স্বেচ্ছাসেবক হিসেবে থাকবে ৩৮৫৪ জন। সংবাদ সম্মেলনে জানানো হয়, শিশুর সুস্থভাবে বেঁচে থাকা, স্বাভাবিক বৃদ্ধি, দৃষ্টিশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ভিটামিন ‘এ’ অন্যতম গুরুত্বপূর্ণ অনুপুষ্টি। ভিটামিন এ এর অভাবে রাতকানা থেকে শুরু করে জেরোপথ্যালমিয়ার মত রোগ হতে পারে যাতে চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণ লোপ পেতে পারে। এছাড়া ভিটামিন এ এর অভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ডায়রিয়ার ব্যাপ্তিকাল বৃদ্ধি পায়, রক্তাল্পতা দেখা দেয় ও ত্বকের শুষ্কতা বৃদ্ধি পায়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com