শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ-বানিয়াচং শরীফউদ্দিন সড়ক থেকে বিকাশ কোম্পানির ডিএসও মোঃ শহীদুল ইসলাম (২৮) নামে এক বিকাশ কর্মীকে মারধোর করে অর্থ কড়ি ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার সন্ধ্যা ৭ টার দিকে জলসুখা-নোয়গড় যাত্রী ছাউনির অদূরে এ ঘটনা ঘটে। সে শিবপাশার গ্রামের মোঃ আয়াত উল্লাহর পুত্র। দূর্বৃত্তদের হামলায় আহত শহীদুলকে আশপাশের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন। আহত শহীদুল ইসলাম এর বরাত দিয়ে জানা যায়, তিনি গতকাল বুধবার জলসুখার নোয়াগড় বাজার থেকে সন্ধ্যা সাড়ে ৬ টায় আজমিরীগঞ্জের উদ্দেশ্যে মোটরসাইকেলে যোগে রওয়ানা দেয়। অনুমানিক সন্ধ্যা ৭ টার দিকে আজমিরীগঞ্জ-বানিয়াচং শরীফউদ্দিন সড়কের জলসুখা-নোয়াগড় যাত্রী ছাউনির অদূরে পৌঁছলে তিনি ডাকাতদলের কবলে পড়ে। দূর্বৃত্তদল শহীদুলকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। বাইসাইকেল যোগে যাবার সময় দুই বালক রাস্তায় মোটরসাইকেল ও রাস্তার পাশে শহীদুলকে দেখে শোর-চিৎকার শুরু করে। তাদের শোর-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে মোটরসাইকেলসহ তাকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ সময় সে জানায় তার নিকট থেকে প্রায় ৬ লক্ষ টাকা, ১ টি আইফোন দূর্বৃত্তরা লুট করে নিয়ে গেছে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ এবিএম মাঈদুল হাছান জানান, এটি নিছক দূর্ঘটনা বা ছিনতাই হতে পারে। তবে ঘটনার সুষ্ঠু তদন্ত ছাড়া কোন কিছুই সঠিকভাবে বলা যাচ্ছে না। ওই রাস্তায় পুুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।