রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন

বানিয়াচঙ্গে ওএমএস’র চাল কালো বাজারে বিক্রি করতে গিয়ে ছাত্রদল নেতা আটক ॥ ১ লাখ টাকা জরিমানা ॥ ডিলার বাতিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে গরীবের চাল কালো বাজারে বিক্রির করতে গিয়ে এমদাদুল ইসলাম রকি (৩৪) নামে এক ডিলার সেনাবাহিনীর হাতে চালসহ ধরাশায়ী হয়েছে। সে বানিয়াচং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও দাশপাড়া গ্রামের মোঃ নুরুল ইসলাম মিয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার দুপুরে বানিয়াচং সদরের বড়বাজারে। ১নং বানিয়াচং উত্তর পূর্ব ইউনিয়নের ওএমএসের চালের ডিলার এমদাদুল ইসলাম রকি বানিয়াচং বড়বাজার আইএফআইসি ব্যাংক সংলগ্ন একটি দোকানে ৩০ টাকা কেজি দরে ওএমএসের চাল গরিব অসহায় লোকদের মাঝে গত ৩ দিন যাবত বিক্রি করে আসছিল। ওএমএস এর চাল গরিব অসহায় মানুষকে না দিয়ে বেশি দামে বাজারে বিক্রি করে দেয়া হচ্ছিল। খবর পেয়ে ওএমএসের ৫০ কেজির ৫ পাঁচ বস্তা মোট ২৫০ কেজি চাল বিক্রির সময় হাতে নাতে জানু মিয়া নামের এক ব্যক্তিকে আটক করা হয়। উল্লেখিত ঘটনার পরিপ্রেক্ষিতে ওএমএসের চাল বিক্রির অপরাধে এমদাদুল ইসলাম রকি কে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করে ওএমএসের ডিলারের লাইসেন্স বাতিল ও নগদ ১ লক্ষ টাকা জরিমানা ও জামানতের ২০ হাজার টাকা বাজেয়াপ্ত করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com