স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ক্রিকেট খেলোয়ার কল্যান সমিতি টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে জেলা আধুনিক স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে মডার্ণ ক্লাবকে ৯ উইকেটে হারিয়ে সহজ জয় পেয়েছে উত্তরণ সংসদ। শুরুতেই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় মডার্ণ ক্লাব। ১৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮০ রান সংগ্রহ করে দলটি। খেলায় হেট্রিকসহ ৪ উইকেট নেয় উত্তরণ সংসদের রেদোয়ান রাফি। মোঃ জয় হোসেন নেয় ৩টি উইকেট।
জবাবে ৮১ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে মাত্র ৫ ওভারে ৯ উইকেটের বিশাল জয় পায় উত্তরণ সংসদ। দলের পক্ষে ২০ বলে অপরাজিত ৫৮ রানের ইনিংস খেলেন মোঃ জয় হোসেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন তিনি। এদিকে, অপর ম্যাচে জাগরণ কাবকে ৯ উইকেটে হারিয়েছে যমুনা এক্সপ্রেস।