রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন

সাবেক এমপি আব্দুল মজিদ খাঁন কারাগারে

  • আপডেট টাইম বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খানকে বানিয়াচঙ্গের ৯ খুনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। বিজ্ঞ বিচারক মোঃ আব্দুল হালিম তাঁর জামিন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ প্রদান করেছেন।
আজ সকাল ১০ টায় কঠোর গোপনীয়তার মধ্যদিয়ে মজিদ খানকে হবিগঞ্জ আদালতে প্রেরন করা হয়।
বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত ৪ আগষ্ট হবিগঞ্জ শহরে ছাত্র-জনতার সাথে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের এক পর্যায়ে ছাত্র-জনতা শহরের টাউন হল রোডে অবস্থিত তৎকালীন এমপি এডঃ আব্দুল মজিদ খানের বাসায় হামলা ও ভাংচুর করে। পরদিন আওয়ামীলীগ সরকারের পতন হলে মজিদ খান আত্মগোপন করেন।
এদিকে ৫ আগষ্ট বানিয়াচঙ্গে ছাত্র-জনতার সাথে ভয়াবহ সংঘর্ষে ছাত্র-জনতার পক্ষের ৯ জন নিহত হন। ওই ঘটনায় দায়েরকৃত মামলায় সাবেক এমপি আব্দুল মজিদ খানকে অভিযুক্ত করা হয়। পরবর্তীতে সাবেক এমপি আব্দুল মজিদ খানকে অভিযুক্ত করে ২৬৪ জনের নাম উল্লেখ করে স্পেশাল টাইব্যুনালে আরেকটি মামলা দায়ের করা হয়। এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনে সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত আরো একাধিক মামলায় মজিদ খানকে অভিযুক্ত করা হয়েছে।
এদিকে প্রায় ৬ মাস আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১০টার দিকে ঢাকার উত্তরা এলাকা থেকে আব্দুল মজিদ খানকে ঢাকা ডিবি পুলিশ আটক করে।
রাতেই হবিগঞ্জ পুলিশ তাকে ঢাকা থেকে হবিগঞ্জ নিয়ে আসা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com