স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় ৩ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি। গতকাল শনিবার উপজেলার দেবনগর সীমান্ত দিয়ে ভারতে যাচ্ছিলো। আটকরা হল, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরকার পাড়া গ্রামের শাহনেওয়াজ সরকারের পুত্র মাহমুদুল হাসান (২৫), আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রামের আবুল বাশারের পুত্র তাসনিম (২০), নবীনগর এলাকার শুকুর আলীর পুত্র নাসিম মিয়া (২৬)। বিজিবি জানায়, তাদের অভিযান নিয়মিত চলবে।