ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় কর্মকারের দোকানে চুরির ঘটনার ২০ দিন পর চোরাই মালামাল উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গতকাল সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন। পুলিশ জানায়- ১০ সেপ্টেম্বর রাতে নবীগঞ্জ শহরের নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের কর্মকার সুকুমার চন্দ্র দেবের ব্যবসা প্রতিষ্ঠানের পিছনের দরজা ভেঙে সংঘবদ্ধ চোরচক্র দা-বটি, কুদাল, কুড়ালসহ প্রায় ১ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় ১৯ সেপ্টেম্বর নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। মামলা দায়েরর পর নবীগঞ্জ থানার এসআই ও তদন্তকারী কর্মকর্তা সুমন মিয়া গোপন সংবাদের ভিত্তিতে ওসমানী নগর থানার তাজপুর বাজারে অভিযান চালিয়ে চুরির ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে বিশ্বনাথ উপজেলার সৎপুর টেকিরবাজার এলাকার ছমির মিয়ার ছেলে জাফর মিয়া (২৫) কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৮ পিস বটি দা উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃত জাফর মিয়াকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে অধিকতর জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে আসামী জাফর মিয়ার দেয়া তথ্যমতে নবীগঞ্জ থানার এসআই সুমন মিয়া, এএসআই সুব্রত কুমার দাশসহকারে একদল পুলিশ সিলেট শহরের কাজিরবাজার অভিযান চালিয়ে চুরি হওয়া ২৬টি দা, ২০টি বটি দা, ২৫টি কোদাল, ১২টি সুপারি কাটার লোহার যন্ত্র উদ্ধার করা হয়। এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন- আসামীকে অধিকতর জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে চোরাই মালামালের মধ্যে ২৫ হাজার ৮০০ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। অবশিষ্ট মালামাল উদ্ধারে ও চুরির ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কী না এ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।