স্টাফ রিপোর্টার ॥ চলমান কোটা সংস্কার আন্দোলনে গণহত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে এবং ছাত্র সমাজের ৯ দফা দাবীতে হবিগঞ্জ শহরে গণমিছিলকে কেন্দ্র করে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে হবিগঞ্জ শহর। সংঘর্ষকালে মোস্তাক মিয়া (৩২) নামে এক বিদ্যুৎ শ্রমিক নিহত হয়েছে। পুলিশ সহ আহত হয়েছে আরও শতাধিক লোক। পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে শতাধিক রাউন্ড গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। সংঘর্ষকালে জেলা আওয়ামীলীগের কার্যালয়, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেল) এর কার্যালয়, সিনেমাহলস্থ বিএনপির একাংশের কার্যালয়ে অগ্নি সংযোগ করা হয়েছে। এছাড়া বায়তুল আমান জামে মসজিদের পাশে পার্কিং করা জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ূম ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক বাবুল চৌধুরী মোটর সাইকেল সহ বেশ কয়েকটি মোটর সাইকেল, প্রাইভেটকার আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে।
চলমান কোটা সংস্কার আন্দোলনে গণহত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে এবং ছাত্র সমাজের ৯ দফা দাবী বাস্তবায়নের দাবীতে গতকাল বাদ জুম্মা শহরের কোর্ট মসজিদের সামনে সাধারণ শিক্ষার্থীরা গণমিছিলের আয়োজন করে। অপর দিকে জমিয়তে ওলামায়ে ইসলাম হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে চৌধুরী বাজারস্থ নূরুল হেরা জামে মসজিদের সামন থেকে সমাবেশ শেষে গণমিছিল শুরু করে।
অপর দিকে জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠন টাউন হলের সামনে সমাবেশ করে। চৌধুরী বাজার থেকে আসা গণমিছিলটি টাউন হল অতিক্রমকালে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে সংঘর্ষ বাধে। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ খবর ছড়িয়ে পড়লে কোর্ট মসজিদের সামনে অবস্থান নেয়া শিক্ষার্থীরা এসে সংঘর্ষে যোগ দেয়। তখন আওয়ামী লীগ নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। পরে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ভাংচুর শেষে আগুন ধরিয়ে দেয়া হয়। এতে কার্যালয়টি সম্পূর্ণরূপে পুড়ে যায়। এক পর্যায়ে আন্দোলনকারীদের সাথে শহরের সবুজবাগ এলাকায় পুলিশের সংঘর্ষ বাঁধে। পুলিশ সংঘর্ষকারীদের ছাত্রভঙ্গ করতে কয়েকশত রাউন্ড রাবার বুলেট ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। সংঘর্ষকালে মোস্তাক নামে এক পথচারী আহত হয়। মুমুর্ষ অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত মোস্তাকের বাড়ী সিলেটর টুকের বাজার এলাকায়। সে পিডিবির একটি প্রকল্পে কর্মরত ছিল। শহরতলীর ভাদৈ এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকতো।
গতকাল জুম্মার নামাজের পর জুতা কেনার জন্য সে শহরে আসে। অপর দিকে সন্ধ্যায় সিনেমাহল এলাকায় অবস্থিত বিএনপির একাংশের কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় একদল উশৃঙ্খল যুবক।
অতিরিক্ত পুলিশ সুপার মো. শামছুল হক জানান, ইটপাটকেলের ঘটনায় অর্ধশতাধিক পুলিশ আহত হয়েছেন।