সোমবার, ১৯ মে ২০২৫, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযান ৩ দিনে ৩ কোটি টাকার মালামাল আটক মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেনা-পুলিশের টহলে পালিয়েছে দালাল চক্র শহরে নিউ লাইফ কেয়ার ডায়গনস্টিক সেন্টার সিলগালা ॥ দুইজনের কারাদণ্ড সাবেক এমপি ব্যারিস্টার সুমনের এপিএস পরিচয়দানকারী নিজামকে পুলিশে দিয়েছে জনতা ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে নবীগঞ্জে তৌহিদ চৌধুরীর নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচি পালিত হিয়ালার মাওলানা আহমদ আব্দুল্লাহ’র জানাযা সম্পন্ন হবিগঞ্জ পৌর আ.লীগ নেতা জালাল উদ্দিন জুয়েল গ্রেপ্তার শায়েস্তাগঞ্জে পলাতক আসামি গ্রেফতার শায়েস্তাগঞ্জ পৌরসভায় ৪ মাস পর এসেছে ৭৫০ নতুন টিসিবি স্মার্ট কার্ড

রথযাত্রা অনুষ্ঠানে এমপি আবু জাহির ॥ সরকার দেশ থেকে সাম্প্রদায়িক শক্তিকে বিতাড়িত করেছে

  • আপডেট টাইম সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করেছে উল্লেখ করে সম্প্রীতি বিনষ্টকারীদের ব্যাপারে সজাগ থাকার আহবান জানিয়েছেন টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। তিনি গতকাল বিকেলে হবিগঞ্জ ইসকন মন্দিরের উদ্যোগে হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব ও সনাতন ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।
সংসদ সদস্য বলেন, “আওয়ামী লীগ দেশ থেকে সাম্প্রদায়িক শক্তিকে বিতাড়িত করেছে। এরপরও যদি কেউ এই ধরনের কোনো গুজব ছড়ালে সজাগ থাকুন এবং প্রশাসনকে জানান, তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।” সনাতন ধর্মাবলম্বী হাজারো জনতার সমাবেশে তিনি বলেন, “হবিগঞ্জ জেলা সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। আমরা এটি ধরে রাখতে চাই। সবাই মিলেই আমাদের হবিগঞ্জকে ভাল রাখতে হবে।”
সভায় অন্যান্য বক্তারা এমপি আবু জাহির এর উন্নয়ন কর্মকাণ্ড এবং সম্প্রীতি অটুট রাখার জন্য তাঁর ভূমিকার ভূয়সী প্রসংশা করেছেন।
ইসকন মন্দিরের অধ্যক্ষ উদয় গৌর দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রিয়াংকা পাল, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল হক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি পুন্যব্রত চৌধুরী বিভু, পূজা উদগযাপন পরিষদের সভাপতি শড়খ শুভ্র রায় প্রমুখ।
পরে শ্রীশ্রী জগন্নাথ দেবের বিশাল রথযাত্রা হবিগঞ্জ শহর প্রদক্ষিণ করে। প্রধান অতিথি অ্যাডভোকেট মোঃ আবু জাহিরসহ অন্যান্য অতিথিবৃন্দ এতে অংশ নিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com