স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের আব্দাবখাই গ্রাম থেকে বিকাশে ভুলে যাওয়া টাকা উদ্ধার করে প্রকৃত ক্রেতার নিকট হস্তান্তর করেছে সদর থানা পুলিশ। গতকাল শনিবার দুপুরে সদর মডেল থানার এএসআই শিবলু মজুমদার টাকাগুলো উদ্ধার করে পইল ইউনিয়নের চাঁনপুর গ্রামের মৃত মন্তাজ আলীর পুত্র শুকুর আলীর কাছে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন- অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব। জানা যায়, তার মেয়ে শিউলি আক্তার সৌদি আরবে শ্রমিকের কাজ করে আসছে। গত ২৯ এপ্রিল ৩২ হাজার ৫শ টাকা বিকাশে তার বাবা শুকুর আলীর নিকট পাঠান। কিন্তু ভুলবশত আব্দাবখাই গ্রামের আইয়ূব আলীর ছেলে হাসন আলীর বিকাশে চলে যায়। টাকা ফেরত চাইলে রুবেল তালবাহানা করে। এ ঘটনায় শুকুর আলী সদর থানায় জিডি করেন। এর প্রেক্ষিতে পুলিশ গত শুক্রবার টাকগুলো উদ্ধার করে প্রকৃত মালিকের জিম্মায় হস্তান্তর করে।