শনিবার, ১১ মে ২০২৪, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিএনজি অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে বিরোধ ॥ বানিয়াচঙ্গের আগুয়া গ্রামে সংঘর্ষে নিহত ৪ ॥ আহত ৫০ ॥ বাড়ি-ঘরে ব্যাপক ভাংচুর ॥ রাতভর ভয়ঙ্কর রকম লুটপাট ব্রাহ্মণডোরায় ফুলতারা হত্যার ঘটনায় ঘাতক স্বামী আটক কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি’র ”নেটওয়ার্কিং পার্টনার মিটিং” অনুষ্ঠিত জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন বুলবুল চৌধুরী মাধবপুর উপজেলা নির্বাচনে ১৩ প্রার্থীর মনোনয়ন দাখিল এমপির সুমনের হস্তক্ষেপে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ২৩ মে এর মধ্যে ব্যাখ্যা দাখিলের নির্দেশ বিদ্যুত বিভ্রাটের ঘটনায় হবিগঞ্জ পিডিবির প্রকৌশলীর বিরুদ্ধে আদালতে মামলা চরহামুয়া গ্রামের মাঠে “ফসল কর্তন ও মাঠ দিবস” অনুষ্ঠিত কালিয়ারভাঙ্গায় বাঁধ নির্মাণ প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ দুদুকে চুনারুঘাট উপজেলা নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

সভায় জেলা প্রশাসক-জিলুফা সুলতানা সকলের সম্মিলিত প্রচেষ্টায় বানিয়াচংকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে হবে

  • আপডেট টাইম শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ২৯ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ সকলের সম্মিলিতভাবে প্রচেষ্টা থাকলে বিশে^র মহাগ্রাম বানিয়াচংকে সামনের দিকে এগিয়ে নেয়া সম্ভব। এখানে পর্যটনের অপার সম্ভাবনাময় অনেক ক্ষেত্র রয়েছে এগুলোকে পরিকল্পিতভাবে সাজাতে হবে, আপনাদের একটু উদ্যোগেই পাল্টে যাবে বানিয়াচংয়ের সার্বিক চিত্র। সব কিছু সরকারের দিকে না থাকিয়ে নিজেরা উদ্যোগ নিলে অনেক অসম্ভবকে সম্ভব করা যায়, গ্রাম্য দাঙ্গাকে শক্ত হাতে প্রতিরোধ করতে হবে, এক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধিদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে, জনপ্রতিনিধি শক্ত অবস্থায় থাকলে এলাকায় দাঙ্গার প্রবনতা কমে আসবে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জের জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা একথাগুলো বলেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান’র সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম’র সঞ্চালনায় এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসাইন, চেয়ারম্যানদের পক্ষে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, শেখ শামছুল হক, মোঃ মিজানুর রহমান খান, মোঃ আরফান মিয়া, মঞ্জু কুমার দাস, আহাদ মিয়া, উপজেলা প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম, মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ, মেঃ আবু তাহের, বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব স্বপন কুমার দাস, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দেনিক মানবজমিন প্রতিনিধি মখলিছ মিয়া, কাজল চ্যাটার্জী, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নুপুর দেব। এলাকায় দাঙ্গা হাঙ্গামাসহ আইনশৃংখলরা সার্বিক অবস্থা নিয়ে স্থানীয় সুরভী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে পৃথক আরেকটি মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন নবাগত জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা। পরে তিনি উপজেলা ভূমি অফিস, স্থানীয় ৫/৬নং ভূমি অফিস পরিদর্শন করেন এবং উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে একটি ফলজবৃক্ষ রোপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com