মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার আসামীকে গ্রেফতার করে পুলিশ। গতকাল বুধবার রাতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন শান্তিভাগ এলাকা থেকে হত্যা মামলার এজাহারনামীয় ৩নং পলাতক আসামীকে গ্রেফতার করে পুলিশ। নবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) দিলীপ কান্ত নাথ সঙ্গীয় অফিসার ফোর্স সহ হত্যা মামলার এজাহারনামীয় ৩নং পলাতক আসামী বড় ভাকৈর গ্রামের মাসুক মিয়ার পুত্র সজলু মিয়া (২০) বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী।