শনিবার, ১১ মে ২০২৪, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিএনজি অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে বিরোধ ॥ বানিয়াচঙ্গের আগুয়া গ্রামে সংঘর্ষে নিহত ৪ ॥ আহত ৫০ ॥ বাড়ি-ঘরে ব্যাপক ভাংচুর ॥ রাতভর ভয়ঙ্কর রকম লুটপাট ব্রাহ্মণডোরায় ফুলতারা হত্যার ঘটনায় ঘাতক স্বামী আটক কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি’র ”নেটওয়ার্কিং পার্টনার মিটিং” অনুষ্ঠিত জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন বুলবুল চৌধুরী মাধবপুর উপজেলা নির্বাচনে ১৩ প্রার্থীর মনোনয়ন দাখিল এমপির সুমনের হস্তক্ষেপে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ২৩ মে এর মধ্যে ব্যাখ্যা দাখিলের নির্দেশ বিদ্যুত বিভ্রাটের ঘটনায় হবিগঞ্জ পিডিবির প্রকৌশলীর বিরুদ্ধে আদালতে মামলা চরহামুয়া গ্রামের মাঠে “ফসল কর্তন ও মাঠ দিবস” অনুষ্ঠিত কালিয়ারভাঙ্গায় বাঁধ নির্মাণ প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ দুদুকে চুনারুঘাট উপজেলা নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সুধী সমাবেশে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি ॥ সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে

  • আপডেট টাইম বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘গত ৪২ বছরে পঁচাত্তরের অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য যারা ২১ বার হত্যার চেষ্টা চালিয়েছে তারা গণতন্ত্রের কথা বলে। যারা রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা করতে চায় তারা আবার গণতন্ত্রের কথা বলে। যাদের জন্ম হয়েছে ক্যান্টনমেন্টে, তাদের মুখে গণতন্ত্র শোভা পায় না।’
গতকাল মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘ধর্ষণ, হত্যা, লুটপাট, আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের হত্যাসহ ধর্মীয় ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন, অত্যাচার চালিয়েছে তারা গণতন্ত্রের কথা বলে কীভাবে?’ গণতন্ত্রের চর্চা আওয়ামী লীগই এদেশে প্রত্যাবর্তন করেছে জানিয়ে শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘২০১৩ ও ২০১৪ সালের অগ্নি সন্ত্রাসীরা এখনও সজাগ। তারা কিন্তু বসে নেই।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষক স্বল্পতা শুধু আমাদের নয়। সারা বিশ্বে শিক্ষক স্বল্পতা রয়েছে। ইউনস্কোর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসেও শিক্ষক স্বল্পতার কথা বলা হয়েছে।’
এ সময় ডা. দীপু মনি বলেন, ‘প্রাথমিকে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। মাধ্যমিকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। সদ্য ২৪ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষক স্বল্পতা দূর করতে কাজ চলছে।’
তিনি আরও বলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। আমাদের একটি স্বাধীন নির্বাচন কমিশন আছে, নিজস্ব আইন কানুন আছে। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। কোন দেশ কি ভিসা নীতি আরোপ করল তার উপর আমাদের নির্বাচনে কোন প্রভাব পড়বেনা।
শিক্ষা মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বদ্ধ পরিকর অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য। জনগণের যে প্রত্যাশা সেই অনুযায়ী অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে আওয়ামলীগসহ সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে আমাদের প্রত্যাশা।
এর আগে, শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের নামফলক উন্মোচন করেন এবং বেলুন উড়িয়ে উদ্বোধন ঘোষণা করেন।
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবদুল বাসেত এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির, সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, গাজী মোহাম্মদ শাহনওয়াজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, পৌর মেয়র মোঃ আতাউর রহমান সেলিম। উল্লেখ্য, ২০১৪ সালে হবিগঞ্জে আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দেন। এর ধারাবাহিকতায় ২০২০ সালে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com