নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার নোয়াপাড়া গ্রাম থেকে ৪০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিলেট লালাবাজার ৭ এপিবিএন পুলিশ। গত রবিবার রাতে নোয়াপাড়া জামে মসজিদের পাশে শিবপাশা ব্রিজের উপর থেকে তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো- নোয়াপাড়া গ্রামের মৃত নজির মিয়ার পুত্র মোঃ মাহিদ মিয়া (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট লালাবাজার এপিবিএন পুলিশ পরির্দশক (নিঃ) মোঃ সুমন আলীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে ৪০ পিস ইয়াবাসহ মাহিদকে গ্রেফতার করেন। এ ব্যাপারে সিলেট লালাবাজার এপিবিএন পুলিশের এসআই (নিঃ) দীপক কুমার পাল ঘটনার বিষয়ে বাদী হয়ে নবীগঞ্জ থানায় এজাহার দায়ের করে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে নবীগঞ্জ থানায় সোর্পদ করেন। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন লালাবাজার এপিবিএন পুলিশ পরির্দশক (নিঃ) মোঃ সুমন আলী।