স্টাফ রিপোর্টার ॥ শহরতলীর বানিয়াচং রোডে ২ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার। মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি ওজনে কম দেওয়ার অভিযোগে ২ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মেয়াদোত্তীর্ন কীটনাশক বিক্রির অভিযোগে তানজীল ট্রেডার্সকে ৩ হাজার টাকা ও সারের বস্তায় ওজনে কম থাকায় হাজী রমজান আলী এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে সার্বিক সহযোগিতা করে হবিগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান অভিযোগের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করেছি। জন স্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।