বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

হবিগঞ্জ শহরে প্রধানমন্ত্রীর ছবি ছিড়ে ফেলায় ॥ ৬৪ জনের বিরুদ্ধে মামলা ॥ ছাত্রদল নেতা হাফিজুরসহ ২ জন কারাগারে

  • আপডেট টাইম সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ২৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত ফেস্টুন ছিঁড়ে ভিডিও ধারণ করে ফেসবুকে দেয়ার অভিযোগে আটক জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল ইসলামসহ ৬৪ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। গতকাল ২৮ আগস্ট রবিবার দুপুরে কোর্ট স্টেশন রোড এলাকার মৃত আবুল কাসেমের পুত্র হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল বাদি হয়ে মামলা করেন। মামলার প্রধান আসামি হাফিজসহ ২নং আসামি শাহিন তালুকদার, জেলা ছাত্রদলের সভাপতি ইমাদাদুল হক ইমরান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ রিংগন, জেলা বিএনপি নেতা জালাল আহমেদ, জহিরুল হক সেলিম, ছাত্রদল নেতা জহিরুল হক শরীফ, ফয়ছল আহমেদ, রায়হান আহমেদ, যুবদল নেতা মুর্শেদ আলম সাজন, অলিউর মিয়া, ছাত্রদল নেতা জি কে ঝলক, গোলাম মাহবুব, আব্দুল আহাদ তুষার, সৈয়দ আশফাক আহমেদসহ এজাহারনামীয় ৬৪ জন। অজ্ঞাত আরও ৫০/৬০ জনকে আসামি করা হয়। মামলার বিবরণে জানা যায়, সৈনিক লীগ হবিগঞ্জের সভাপতি এসএম মানিক ২১ আগস্ট গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করে তারেক রহমানের ফাঁসির দাবিতে বিভিন্ন স্থানে ফেস্টুন স্থাপন করেন। গত ২৪ আগস্ট বিকালে জেলা পরিষদের প্রধান ফটকের সামনের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি আবু জাহিরসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ছবি সংম্বলিত ফেস্টুনগুলো ছিঁড়ে ফেলেন আগুন দিয়ে পুড়িয়ে ভিডিও ধারণ করে যোগাযোগ মাধ্যমে প্রচার করে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংসের চেষ্টা করে আসামিরা। বিষয়টি আওয়ামী লীগের নেতাকর্মীদের নজরে এলে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল হয়। এর প্রেক্ষিতে পুলিশ আউশকান্দি থেকে হাফিজুল ইসলাম হাফিজ, তার সহযোগি শাহীন তালুকদারকে আটক করে। গতকাল রবিবার বিকেলে আটক দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। তদন্তকারী কর্মকর্তা এসআই মমিনুল ইসলাম পিপিএম জানান, দুইজনকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান অব্যাহত আছে। তবে তথ্য উদঘাটনের জন্য তাদেরকে রিমাণ্ডে আনা হবে। অপরদিকে গ্রেফতার এড়াতে মামলার অন্যান্য আসামিরা শহর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com