শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০৬:৩৭ পূর্বাহ্ন

হামজার অভিষেক গোলে বাংলাদেশের লিড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৩ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোল করে দলকে এগিয়ে নিয়েছেন হামজা চৌধুরি। দেশের জার্সিতে নিজের দ্বিতীয় ম্যাচেই আন্তর্জাতিক গোলের খাতা খুললেন এই প্রবাসী মিডফিল্ডার। কর্নার থেকে বক্সের ভেতর বল পাঠাম অধিনায়ক জামাল ভূঁইয়া। হাওয়ায় ভেসে আসা বল হেডে জালে জড়ান হামজা। শিলংয়ে ভারতের বিপক্ষে একাদশেই ছিলেন না বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। আজ তাকে নিয়ে ভুটানের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচের একাদশ ঘোষণা করেছেন হাভিয়ের কাবরেরা। প্রায় পাঁচ বছর পর ন্যাশনাল স্টেডিয়ামে ফুটবল ফেরার এই ম্যাচে লাল-সবুজের জার্সিতে অভিষেক হয়েছে ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম ও তাজ উদ্দিনের।
এই প্রথম হাভিয়ার কাবরোর একাদশে সুযোগ পেয়েছেন কাজেম শাহ। এই ম্যাচের মধ্যদিয়ে দেশের মাটিতে অভিষেক হয়েছে হামজা চৌধুরীও। সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতিটা যুতসই করতে ভারত ম্যাচের একাদশে চারটি পরিবর্তন এনেছেন এই স্প্যানিশ কোচ। মজিবুর রহমান জনি, শাহরিয়ার ইমন শাকিল আহাদ তপু ও শেখ মোরসালিনের জায়গায় এই ম্যাচে একাদশে সুযোগ পেয়েছেন সাদউদ্দিনের ভাই তাজউদ্দিন, ফাহমিদুল, জামাল ভূইয়া ও কাজেম শাহ।
বাংলাদেশ একাদশ : মিতুল মারমা, তপু বর্মন, সাদউদ্দিন, তারিক কাজী, তাজউদ্দিন, সোহেল রানা, হাজমা চৌধুরী, জামাল ভূইয়া, কাজেম শাহ, ফাহমিদুল ও রাকিব হোসেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com