স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে দারাজ শো রুমের গার্ড রাজা মিয়ার ওপর হামলা করে সর্বস্ব নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাজা মিয়া পইল ইউনিয়নের চাঁনপুর গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র। জানা যায, গত ১২ জুন সকাল ১০টার দিকে শায়েস্তানগর হাই টাওয়ারের সামনে এলে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে টাকা পয়সা নিয়ে যায়। খবর পেয়ে এএসআই মোফাজ্জরসহ একদল পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।