স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নাম পরিচয় ছাড়া মিলেনা চিকিৎসা সেবা। এরকম দৃশ্য প্রতিনিয়তই সদর হাসপাতালে দেখা যায়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উমেদনগর এলাকা থেকে অজ্ঞাত এক যুবককে রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। কিন্তু নাম পরিচয় না থাকায় তাকে জরুরি বিভাগের সামনে টলিতে ফেলে রাখা হয়। রাত ১২ টায় রিপোর্ট লেখাকালে সে টলিতে পড়েছিল। অনেকেই অভিযোগ করেন হাসপাতালে অজ্ঞাত ও দরিদ্র লোকদের চিকিৎসায় সমাজসেবা রয়েছে। কিন্তু তারা কাছেও যায় না। কোনো কোনো সময় চাপে পড়ে রোগীকে সামান্য ওষুধ কিনে দেয়। এরপর তাদের আর কোনো খবর থাকে না। যদি প্রশাসন ব্যবস্থা না নেয় তাহলে দিন দিন অজ্ঞাত ও দরিদ্র রোগীদের ভোগান্তি বাড়বে।