বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

নবীগঞ্জে আমুকোনা বেতাপুর একতা শ্রমজীবী সংঘের শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ১৮৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ঋতু বৈচিত্র্যময় দেশ আমাদের, পরিবর্তিত হয়েছে ঋতুর, আগমন ঘটেছে শীতের। দেশে যেমন ঋতু পরিবর্তন হয় ঠিক তেমনি পরিবর্তন হয় দেশের মানুষের জীবন চলার পথ। শীতের আগমন ঘটায় কিছু মানুষের জীবনে বয়ে এসেছে সুখ, আনন্দ ও উল্লাস আর কিছু মানুষের জীবনে বয়ে এনেছে দুঃখ, হতাশা ও অশান্তি। আর এসব অসহায়, হতভাগা হত-দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে নবীগঞ্জ উপজেলার আমুকোনা-বেতাপুর একতা শ্রমজীবী সংঘ। সংগঠনটি শীতের প্রথম দিকেই অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করছে। মিলাদ ও শীতবস্ত্র বিতরণের জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু বলেন, প্রকৃতি তার স্বাভাবিক নিয়মেই এগিয়ে চলে। তারপরও এই স্বাভাবিক নিয়মেই চলা শীতে অসহায় মানুষ গুলোকে কখনো কখনো বিপর্যস্ত করে ফেলে। বিশেষ করে শীতে বৃদ্ধ, বাচ্চা, অসহায়, দরিদ্র ছিন্নমূল মানুষদের শীতে ভয়াবহ দুর্ভোগ পোহাতে হয়। আমরা শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে চাই এবং তিনি উপস্থিত সকলকে সাহায্য’র হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান। গতকাল রাতে ৮ টার দিকে আমুকোনা ঈদগাহ সংলগ্ন শেখ সাদেক মিয়ার বাড়িতে মিলাদ ও শীতবস্ত্র বিতরণে সংগঠনের সভাপতি শেখ সাদেক মিয়া সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আব্দুল রাজ্জাকের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দেবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহরিয়ার নাদির সুমন, আউশকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী মুহিবুর রহমান হারুন, পল্লী বিদ্যুৎ এর সাবেক পরিচালক শফিউল আলম হেলাল,ব্যারিস্টার মোজাক্কির হোসেন, গনঅধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য ডাঃ আজাদ আলী সুমন, সিনিয়র সাংবাদিক এম এ আজাদ, আদর্শ সামাজিক সংস্থা নবীগঞ্জের সভাপতি সৈয়দ শামসুল ইসলাম, দিলবাহার আহমেদ দিলকাছ মেম্বার, সাবেক মেম্বার হাসান আলী উস্তার, সাইদুর রহমান, শাহীন আহমেদ প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com