বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে পুলিশের উপর হামলার ঘটনায় ॥ মা-মেয়ে, ছেলেসহ গ্রেফতার ৫ পুলিশ এসল্ট মামলা দায়ের হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নে সেপ্টেম্বর মাসের কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি ও গাজায় গণহত্যা বন্ধের দাবিতে ॥ গণতান্ত্রিক আইনজীবী সমিতি হবিগঞ্জ বার শাখার মানববন্ধন ও সমাবেশ শহরে বিএনপি অফিস ভাংচুর মামলায় পিতা-পুত্র গ্রেফতার শহরের চিহ্নিত চোর ও ডাকাতদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন মাধবপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত একুশে টিভির সাংবাদিক বিকুল চক্রবর্তীর বৃটেনের কার্ডিফ শহীদ মিনার পরিদর্শন মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন বিরোধী মোবাইল কোর্টের অভিযান নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন চোরাই মোবাইল উদ্ধারে অভিযান চলাকালে ॥ নবীগঞ্জে পুলিশের উপর অর্তকিত হামলায় আহত ৫ ॥ আটক ৩

নবীগঞ্জে শাহ বাড়ি ফাউন্ডেশনের অসহায় পরিবারকে ঘর উপহার

  • আপডেট টাইম বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ৩৩১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের নাদামপুর গ্রামের গৃহহীন জহুর লাল রবিদাশের পরিবারের মাঝে নতুন ঘর উপহার দিয়েছেন, বাউসা ইউনিয়নের বাউসা গ্রামের বিশিষ্ট সমাজ সেবক বাউসা শাহ বাড়ি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট দানবীর – আলহাজ্ব মোঃ ছালিক মিয়া শাহ। গতকাল সোমবার সকালে নাদামপুর গ্রামে প্রয়াত জহুর লাল রবিদাশের স্ত্রী রবু রবিদাশের কাছে আনুষ্ঠানিক ভাবে নতুন ঘরের চাবি হস্থান্তর করেন, শাহ বাড়ি ফাউন্ডেশনের সদস্য শাহ লিমন আহমদ। পাকা পিলার দিয়ে টিন সেটের ঘর নির্মাণে খরচ হয়েছে প্রায় লক্ষাধিক টাকা। শাহ বাড়ি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দানবীর আলহাজ্ব মোঃ ছালিক মিয়া শাহ্ এর ব্যক্তি তহবিলে তিনি এ ঘর নির্মাণ করে দিয়েছেন। নতুন ঘরের চাবি হস্থান্তরকালে উপস্থিত ছিলেন, বাউসা যুব সংঘের উপদেষ্টা ও আসন্ন ইউপি নির্বাচনে ৪নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ বাছিতুর রহমান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য আলী হাছান লিটন, মোঃ হানিফ মিয়া ও মজন আলী প্রমুখ। উলেখ্য, বিগত ৮ বছর পূর্বে নাদামপুর গ্রামের অসহায় হতদরিদ্র জহুর লাল রবিদাশ, স্ত্রী ও ছেলে-মেয়ে রেখে মৃত্যুবরন করেন। মৃত্যর পর থেকেই তাঁর স্ত্রী রবু রবিদাশ ৪ কন্যা সন্তান ২ পুত্র সন্তান নিয়ে ভাঙ্গা বসত ঘরে খেয়ে না খেয়ে ছেলে মেয়েদের নিয়ে কোনরকম বসবাস করে আসছেন। জহুর লাল রবিদাশের পরিবারের বিষয়টি বাউসা গ্রামের শাহ বাড়ি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মোঃ ছালিক মিয়া শাহ এর নজরে আসলে প্রায় ৩ মাস পূর্বে তিনি নাদামপুর গ্রামে সরেজমিনে পরিদর্শন করে জহুর লাল রবিদাশের পরিবারের খোঁজ খবর নেন। এ সময় তিনি দ্রুত সময়ের মধ্যে তাদেরকে নতুন ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন। প্রতিশ্রুতি অনুযায়ী আজ নতুন ঘর নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। নতুন ঘর পেয়ে কেমন লাগছে, জহুর লাল রবিদাশের, স্ত্রী রবু রবিদাশের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি আমার ছেলে মেয়ে নাতি নাতনিদের নিয়ে ভাঙ্গা কুঁড়েঘরে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি। আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি পাকা পিলার দিয়ে সম্পূর্ণ নতুন টিন সেটের একখানা ঘর পাবো। বাউসা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী দানবীর ছালিক মিয়া শাহ এর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইশ্বর যেন উনি ও উনার পরিবারের সবাইকে ভালো রাখেন। উল্লেখ্য বাউসা শাহ বাড়ি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী দানবীর আলহাজ্ব মোঃ মিয়া ছালিক মিয়া শাহ এরকম অসংখ্য নতুন ঘর বাউসা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গৃহহীন পরিবারের মাঝে নির্মাণ করে দিয়েছেন। করেনাকালীন সময়ে তিনি দুইবার বাউসা ইউনিয়নের বিভিন্ন গ্রামের কয়েক শতাদিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। প্রতিবছর পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহায় কয়েক লক্ষাধিক টাকার খাদ্য সামগ্রী ও নতুন কাপড় বিতরণ করে আসছেন। উপজেলার বিভিন্ন গ্রামে হতদরিদ্র পরিবারের মাঝে অসংখ্য টিউবওয়েল স্থাপন করে দিয়েছেন। “মানব” সেবায় নিজেকে উৎসর্গ করে মানুষের সুখ-দুঃখের অংশীদার হয়ে তিনি কাজ করে যাচ্ছেন। প্রতি বছর কয়েক লক্ষধিক টাকার বিভিন্ন পণ্যসামগ্রী গরীব অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করে আসছেন। তিনি একজন পরোপকারী মানুষ, ন্যয়পরায়ন ও হতদরিদ্র মানুষের পরম বন্ধু। বাউসা ইউনিয়ন ততা নবীগঞ্জ উপজেলায় একজন সমাজ সেবক হিসেবে এলাকায় তিনি পরিচিতি লাভ করছেন। ছোটকাল থেকেই তিনি, অসহায় সহজ সরল ও দুঃখী মানুষের পাশে থেকে মানব সেবায় অভ্যস্ত ছিলেন। নবীগঞ্জ এবং প্রবাসের সুশীল সমাজ তরুণ-নবীন, যুব-প্রবীণ সমাজে রয়েছে উনার যথেষ্ট সুনাম এলাকায় একজন সৎ সমাজ সেবক দক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী, তেমনি একজন সমাজ সেবক হিসাবে সমাজে সমধিক পরিচিত। গরীব অসহায় ও হতদরিদ মানুষের মুখে হাসি ফুটাতে ও আলোকিত সমাজ গড়তে সমাজ সেবায় তিনি এক উজ্জ্বল তারকা। বাউসা ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন গ্রামের ছোট বড় বৃদ্ধ বর্ণীতার প্রিয় মানুষ তিনি। গরীব দুঃখী সহ সমাজের সাধারন মানুষের সঙ্গী। এলাকার মানুষের যে কোন দুর্যোগ ও দুঃসময়ে তিনি এগিয়ে যান। মানুষের সুখে দুঃখে তাদের সেবা করতে পারলে তিনি নিজেকে ভীষণ গর্বিত মনে করেন। তিনি বলেন, আমি সাড়া জীবন সাধারণ মানুষের সেবা করার জন্য সমাজ সেবা করে যাবো। আমি সব সময় অসহায় মানুষ গুলোর পাশে ছিলাম সব সময় তাদের পাশে থাকবো। আমি নিয়মিত এলাকার মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক উন্নয়নমূলক কাজে সহযোগিতা করে যাচ্ছি। তিনি আরো বলেন, গরিব-অসহায় মানুষকে দান-সহযোগিতা করা অনেক বড় সাওয়াবের কাজ। গরিব-অসহায় এবং কর্মক্ষম-ক্ষুধার্ত মানুষের পাশে দাঁডানো শুধু মানবিকতার পরিচয়ই নয় অসহায়দের দান ও সহযোগিতায় রয়েছে এমন সাওয়াব যার মাধ্যমে আল্লাহর দয়া ও করুণা বর্ষিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com