শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

বৃটিশ বাংলা জার্নালিষ্ট ইউনিয়নের কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ২৮৭ বা পড়া হয়েছে

এ রহমান অলি, লন্ডন থেকে ॥ গত ১০ আগস্ট বিকাল ৬ টায় “ব্রিটিশ বাংলা জার্নালিষ্ট ইউনিয়ন” এর কার্যকরী কমিটির সভা স্থানীয় একটি রেষ্টুরেন্টে সংগঠনের যুগ্ম-আহ্বায়ক হারুনুর রশীদের সভাপতিত্বে এবং ড. গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্টিত হয়। সভায় বিগত দিনগুলোতে কেভিড-১৯ এর কারনে যথাযত ভাবে দায়িত্ব পালন করতে না পারায় নেতৃবৃন্দ দুঃখ প্রকাশ করেন। এখন বেশীর ভাগ বিধি নিষেধ উঠিয়ে নেয়ার কারনে স্বস্তি প্রকাশ করা হয়। এবং সংগঠনের কার্যক্রম যথাযত ভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। সভা শুরুতে বিগত দিনগুলোতে যে সমস্ত লোকজন ইউকে, বাংলাদেশ এবং প্রবাসের বিভিন্ন দেশে কেভিড-১৯ এর কারনে মৃত্যুবরন করেছেন। তাদের বিদেহী আত্মার মাগফেরাতের জন্য দোয়া কামনা করা হয়। সভায় সংগঠনের সংবিধান তৈরী করার জন্য এডভোকেট শিব্বির আহমদের নেতৃত্বে একটি উপকমিটি গঠন করা হয়। আগামী সপ্তাহে সংবিধান তৈরীর পর উপকমিটি পর্যালোচনা করবে। উপ-কমিটির পর্যালোচনার পর পূর্নাঙ্গ কমিটি বসে সিদ্ধান্ত নিবে। সংবিধান পুর্নাঙ্গ কমিটির অনুমোদনের পর গ্রহন করা হবে। সভায় সদস্য বৃদ্ধির লক্ষ্য নিয়ে যে সমস্ত ব্যাক্তিবর্গ, পত্রিকা, অনলাইন নিউজ, রেডিও ও টিভির সাথে জড়িত আছেন এবং কমপক্ষে ২ বৎসরের অভিজ্ঞতা আছে, তাদেরকে আলহাজ্ব ছমির উদ্দিনের সাথে (০৭৯০৮৬১০৭০৮) নাম্বারএ যোগাযোগ করে ফরম সংগ্রহ করার জন্য আহ্বান জানানো হয়েছে। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আলহাজ্ব ছমির উদ্দিন, এডভোকেট শিব্বির আহমদ, নুরুল ইসলাম এমবিই, খান জামাল, এ রহমান অলি প্রমূখ। সভায় বৃটিশ বাংলা জার্নালিষ্ট ইউনিয়নকে একটি কার্যকরি সংগঠনের রুপে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com