শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

হবিগঞ্জ ম্যাজিস্ট্রেট কোর্টে পুলিশের উপর হামলা ॥ যুবকের কারাদন্ড

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ৩১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আদালতে পুলিশের ওপর হামলা করায় সেলিম আহমেদ (৩০) নামের এক বিচার প্রার্থীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী কোর্টে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় কনস্টেবল (নং-১২৪৯) মোস্তাক আহমদকে (২৬) উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন, মাধবপুর উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সোমবার ক্ষুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলায় হাজিরা দিতে আসেন আতিকুল ইসলাম সেলিম। এক পর্যায়ে উক্ত মামলার বাদি মামুনের সাথে তার বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে কনস্টেবল মোস্তাক আসামি সেলিমকে এজলাসের দরজা থেকে সরে দাড়ানোর কথা বলেন। এতে ক্ষিপ্ত হয়ে সেলিম পুলিশ মোস্তাক আহমদের মুখে ঘুষি মারেন। এ সময় তিনি গুরুতর আহত হন। তখন অন্যান্য পুলিশ এসে সেলিমকে আটক করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যান। সেখান থেকে তাকে থানায় হস্তান্তর করা হয়। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনাপূর্বক তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন সেলিমকে দুই মাসের কারাদণ্ড ও ৫শ টাকা জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কোর্ট ইন্সপেক্টর আল আমিন, সিএসআই সিরাজ উদ্দিন, সদর থানার এসআই খুর্শেদ আহমদসহ একদল পুলিশ। সন্ধ্যার দিকে তাকে সাজা অনুযায়ী কারাগারে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com