শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

আগামী ৮ মার্চ বানিয়াচঙ্গে পলো মহাসমাবেশ ॥ ২২ ফেব্রুয়ারীর সংঘর্ষের বিষয় শালিসে নিষ্পত্তি

  • আপডেট টাইম সোমবার, ২ মার্চ, ২০২০
  • ৫১৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আগামী ৮ মার্চ রবিবার এড়ালিয়া মাঠে বানিয়াচঙ্গের শৌখিন মাছ শিকারীদের মহাসমাবেশ ও পলো প্রদর্শন এর সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত ২২ ফেব্রুয়ারী কোদালিয়ায় শৌখিন মাছ শিকারী পলোয়াদের মধ্যে সংঘর্ষের শালিশে নিষ্পত্তি শেষে বানিয়াচং আদর্শ কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় উপরোক্ত মহাসমাবেশের ঘোষণা দেয়া হয়।
অপরাহ্নে সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিনের সভাপতিত্বে ও মোঃ ইমরান মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন মোঃ রফিকুল হাসান পলাশ, তৌহিদ মিয়া, গৌছ চৌধুরী, আইনুল মিয়া, নূর উদ্দিন, হাফিজুর মিয়া, নানু মিয়া, সামছু মিয়া, আঃ হামিদ, আলমগীর মিয়া, এমরান মিয়া, তোফায়েল মিয়া, জামাল মিয়া, নূর মিয়া, নুরুল আমীন, দিলু মিয়া, জাকির মিয়া, আনোয়ার মিয়া, মখলিছ মিয়া, হুমায়ুন মিয়া, খোকন মিয়া, মবিন মিয়া, কয়েছ মিয়া, সজলু মিয়া, খেলু মিয়া, মোঃ আলিফ মিয়া, মকসুদ মিয়া, তোতা মিয়া, আঃ হক প্রমুখ। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী রবিবার ৯টায় এড়ালিয়া মাঠে অনুষ্ঠিতব্য সমাবেশে প্রত্যেক পলোয়াদের আইডি কার্ড বা জন্মনিবন্ধনের ফটোকপি সাথে পলো ও সদস্য ফিস সহ উপস্থিতির জন্য বলা হয়েছে।
পূর্বাহ্নে সকাল ১০টায় আদর্শ কলেজ প্রাঙ্গনে গত ২২ ফেব্রুয়ারী কোদালিয়া বিলে, আজমিরীগঞ্জের নোয়াগড় ও বানিয়াচঙ্গের পলোয়াদের সংঘাত সংঘর্ষের নিষ্পত্তির লক্ষ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খানের সভাপতিত্বে এক শালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। শালিসানদের মধ্যে বক্তৃতা করেন চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, আমজাদ হোসেন তালুকদার, রেখাছ মিয়া, হাবিবুর রহমান, হায়দারুজ্জামান ধন মিয়া, মোহাম্মদ আলী মমিন, মিজানুর রহমান খান, ইকবাল বাহার খান, জয়নাল আবেদীন, প্রফেসর মনোয়ার আলী, আবুল হোসেন, আব্দুর রহিম সরদার, আবুল বাসার সোহেল, শাহিবুর রহমান, শাহজাহান মেম্বার, বেনু মিয়া, আলাউদ্দিন, ডাঃ সেলিম, ফারুক মিয়া, আলকাছ মিয়া, মতিউর রহমান মুতি, আব্দুল কাদির তোফানী, আব্দুর রউফ প্রমুখ। আলোচনা পর্যালোচনা শেষে নোয়াগড়ের আক্রমণকারীদের মাফ চাওয়ানো হয়, আহত ও অন্যান্য ক্ষতিপূরণ বাবদ ১ লক্ষ টাকা জরিমানা সহ মুছলেকা নেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com