শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৩:২৫ পূর্বাহ্ন

নবীগঞ্জে নারী প্রতারক গ্রেপ্তার

  • আপডেট টাইম সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯
  • ৭৯৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের বিরুদ্ধে একের পর এক ফেসবুকে মানহানীকর মিথ্যা স্ট্যাটাস দেওয়ার অভিযোগে প্রতারণাকারী নারী ফরজুন আক্তার মনিকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রোববার বিকেলে শহরতলীর জেকে উচ্চ বিদ্যালয় পয়েন্ট থেকে নবীগঞ্জ থানার একদল পুলিশ ডিজিটাল নিরাপত্তা ও তথ্য প্রযুক্তি আইনের মামলায় গ্রেফতার করা হয়।
তিনি দীর্ঘদিন যাবত সাংবাদিক ও মানবাধীকার কর্মী পরিচয় দিয়ে বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের সাথে প্রতারণা করে আসছিলেন। কেউ প্রতিবাদ করলে মনির ফেইসবুক আইডিতে বিভিন্ন রকম হুমকি ধমকিমূলক ও মানহানীকর স্ট্যাটাস (পোস্ট) দিয়ে অপদস্ত করতেন। কিছুদিন পূর্বে নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সমকাল প্রতিনিধি এম এ আহমদ আজাদ এর বিরুদ্ধে তার ফেইসবুক আইডিতে একাধিক মানহানীকর স্ট্যাটাস দিলে সংবাদিক আজাদ বাদী হয়ে পুলিশ ডিজিটাল নিরাপত্তা ও তথ্য প্রযুক্তি আইনে অভিযোগ দায়ের করেন। পুলিশ উক্ত অভিযোগের সত্যতা পেলে গতকাল রবিবার তাকে গ্রেফতার করা হয়।
নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে সম্মানীত ব্যক্তি ও সুশীল সমাজ এবং সরকারী কর্মকর্তাদের সম্মানহানীর অসংখ্য অভিযোগ রয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ফয়জুন আক্তার মনি পুরুষ সেজে নবীগঞ্জ মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম ও সাবেক মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা পারভিনসহ আরও অনেককে অশ্লীল ম্যাসেজ পাঠিয়ে যৌন হয়রানি করে আসছিলেন।
তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে অনেকের সাথে সংখ্যতা গড়ে তোলেন। পরবর্তীতে যৌন হয়রানী করতেন।
এ বিষয়টি ভুক্তভোগীরা সিনিয়র সাংবাদিক আজাদকে অবগত করেন। তিনি কিছুদিন পূর্বে মনিকে ডেকে বিষয়গুলো সম্পর্কে জিজ্ঞাসা করেন এবং এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য পরামর্শ দেন। এতে মনি ক্ষুব্ধ হয়ে সাংবাদিক আজাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। মনি সাংবাদিক আজাদের বিরুদ্ধে তার ফেইসবুক আইডিতে নানারকম মানহানিকর স্ট্যাটাস দিয়ে তার ও তার পরিবারের মান সম্মানহানি করে আসছিল।
ফরজুন আক্তার মনি বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করে প্রতারণা করে আসছিলেন এবং এমন কি ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতা ও প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের আত্মীয় পরিচয় দিয়ে বেড়ায় সে।
তার নানা অপকর্মের বিষয় মানুষ জানলেও এসব পরিচয়ের কারনে ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস করতেন না।
অবশেষে ফয়জুন আক্তার মনি পুলিশের খাচাঁয় বন্দি হওয়ায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com