মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলায় চলতি বোরো ধান ক্ষেতে পোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছে কৃষক। বিশেষ করে মাজরা ও কারেন্ট পোকায় আক্রান্ত হয়ে ধানগাছ মরে যাওয়ার উপক্রম হয়েছে। এতে ফলন নিয়ে হতাশ হয়ে পড়েছেন এ উপজেলার কৃষকরা। সরেজমিনে, উপজেলার কামালখানী, কাগাপাশা, বড়দীঘা, পুরানবন, মান্দেরবিল, শোলাটেকা, গন্ডবপুর, যাত্রাপাশা, শেখের মহল্লার হাওরসহ বেশ কয়েকটি ইউনিয়ন
বিস্তারিত