কাজী মিজানুর রহমান ॥ বাহুবলে লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ব্যাতিত অবৈধভাবে ব্রিক ফিল্ড পরিচালনার দায়ে মেসার্স নিউ পদ্মা ব্রিকসকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্র্যমম্যান আদালত। একই সময় নিষিদ্ধ পলিতিন বিক্রির অভিযোগে বেঙ্গলফুড, বনফল, দেব ভেরাইটিজ ও স্মৃতি প্রীতি ষ্টোরকে ৩ হাজার টাকা করে জরিমনা আদায় করা হয়। জানা যায়, নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানভীর হাসান,
বিস্তারিত