শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার নছরতপুর-কামড়াপুর সড়কের শরিফাবাদ নামক স্থানে সন্ধ্যা রাতেই ডাকাতির চেষ্ঠাকালে জনতা দু’সহোদরসহ ৪ ডাকাতকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে- চুনারুঘাট উপজেলার বড়াইল গ্রামের রফিক মিয়া পুত্র মাসুক মিয়া (২৫), তার ভাই আশিক মিয়া ওরফে মোশাহিদ (২০), একই উপজেলার নয়ানী গ্রামের আঃ রউফের পুত্র হারুন মিয়া (২০) ও শাহ আলম (২৫)। স্থানীয়
বিস্তারিত