রবিবার, ১৮ মে ২০২৫, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি আজমিরীগঞ্জে শালিসে প্রতিপক্ষের সর্দারকে মারধর ॥ শালিস পন্ড শহরে স্বর্ণ ও টাকা আত্মসাতের অভিযোগে আপন ভাই-মামার বিরুদ্ধে মামলা দায়ের শহরে পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম হবিগঞ্জে অ্যাড্ডা কুকিং ইনস্টিটিউটের প্রফেশনাল শেফ কোর্সের সনদ বিতরণ হবিগঞ্জের মউশিক’র মানববন্ধন বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসের আলোচনা সভায় বক্তারা ॥ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন জরুরি তেলিয়াপাড়ায় সাংবাদিকের উপর হামলা ॥ যুবক গ্রেপ্তার হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল লিফট ও এসি বিকল ॥ চরম দূর্ভোগ শহরের ইনাতাবাদে জনতার হাতে ৩ মাদক ব্যবসায়ী আটক

যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সমিতির সভায় এমপি আবু জাহির ॥ জনগণের কাজ করে তৃপ্তি পাই

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সংসদ কমিটির সদস্য ও হবিগঞ্জ সদর-লাখাই এবং শায়েস্তাগঞ্জ আসনের এমপি এডঃ মোঃ আবু জাহির বলেছেন, মানুষ বাঁচে তার কর্মের মধ্য দিয়ে। মুক্তিযোদ্ধারা দেশের সম্মানিত ব্যক্তিত্ব। তাদের কর্মের কারণেই জাতি তাদেরকে সর্বোচ্চ সম্মান দেয়। বয়সের কারণে মহান মুক্তিযুদ্ধে অংশ নিতে পারিনি বলে সবসময় আফসোস করি। তবে শৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে থেকেছি। এখন জনগণের ভোটে টানা তৃতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে দেশের জন্য কাজ করার সুযোগ পেয়েছি। এমপি হিসেবে নয়, জনগণের জন্য কাজ করতে পারলেই নিজে তৃপ্তি পাই।
গতকাল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সমিতির উদ্যোগে তাকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে এমপি আবু জাহির এসব কথা বলেন।
তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রে আসলে সবসময়ই আপনারা আমাকে সম্মান জানান। এবারো সুন্দর এই অনুষ্ঠানের আয়োজন করায় আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি বলেন, ১৪ বছর আগে বৈদ্যের বাজারে ভয়াবহ গ্রেনেড হামলায় গুরুতর আহত হওয়ার পর ভাবিনি বেঁচে থাকবো। আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তা আমাকে বাঁচিয়ে রেখেছেন। এখন আর আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। এলাকার জনগণের জন্য কিছু করতে পারলেই নিজেকে ধন্য মনে করি।
সংগঠনের সভাপতি আজুদ মিয়া তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকান্ত দাশ হরের পরিচালনায় সভায় বক্তৃতা করেন এটর্নি মঈন চৌধুরী, মুজাহিদুল ইসলাম আনসারী, ইব্রাহিম খলিল বার ভূইয়া রিজু, শিমুল হাসান, গাফফার আহমেদসহ অসংখ্য প্রবাসী নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com