মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১১:১৭ অপরাহ্ন

৩ হাজার ডলারে এক জোড়া আম!

  • আপডেট টাইম শনিবার, ১২ এপ্রিল, ২০১৪
  • ৩৫১ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ জাপানে এক জোড়া আম ৩ হাজার ডলারে বিক্রি হয়েছে। এমন উচ্চ দামে আম বিক্রির ঘটনা এই প্রথম। জাপানের কিয়েডো পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ‘টাইয়ো নো তামাগো’ (সূর্যের ডিম) ব্রান্ডের এ আমগুলো দেশের দক্ষিণাঞ্চলীয় মিয়াজাকি থেকে বিমানে করে ফুকুওকার ডিপার্টমেন্টাল স্টোরে আনা হয়েছিল। সেখানে বৃহস্পতিবার নিলামে আম দু’টি বিক্রি হয় ৩ হাজার মার্কিন ডলারে। মিয়াজাকির কৃষি ফেডারেশন বলছে, আম দু’টির প্রতিটির ওজন ছিল সাড়ে ৩শ গ্রাম এবং এগুলো খেতে অত্যন্ত মিষ্টি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com