রবিবার, ১৪ এপ্রিল ২০২৪, ১২:২২ অপরাহ্ন

রোটারী ক্লাব অব হবিগঞ্জের ২৮তম অভিষেক ॥ রোটারিয়ানদেরকে সমাজ সেবায় অগ্রণী ভূমিকা পালনের আহ্বান

  • আপডেট টাইম রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮
  • ৫৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সারাবিশ্বের মানবতার সেবায় রোটারী ক্লাবগুলো যেভাবে কাজ করে যাচ্ছে, সেটা সকলের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। আমাদের প্রত্যেকেরই নিজ নিজ অবস্থান থেকে দেশের ও সমাজের জন্য ইতিবাচক কিছু করা উচিত। বিশেষ করে রোটারী ক্লাব অব হবিগঞ্জ সামাজিক কর্মকান্ডে আরো ব্যাপক ভূমিকা রাখবে বলে আশা করি। শুক্রবার রোটারী ক্লাব অব হবিগঞ্জের ২৮তম অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পিডিজি ডা. মনজুরুল হক চৌধুরী এসব কথা বলেন। স্থানীয় আমিরচাঁন কমপ্লেক্সের মহিমা কমিউনিটি সেন্টারে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান সম্পন্ন হয়। অভিষেক উদযাপন কমিটির চেয়ারম্যান পিপি এমএ রাজ্জাকের সভাপতিত্বে এবং পিপি শামীম আহছানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রোটারী ৩২৮২-এর সাবেক ডিস্ট্রিক্ট গভর্ণর শহীদ আহমেদ চৌধুরী। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পিপি ফরিদ উদ্দিন আহমেদ। গীতা পাঠ করেন শুভজিৎ দেব। এরপর জাতীয় সংগীত পরিবেশিত হয়। রোটারী ইনভোকেশন পাঠ করেন ইলিয়াছ বখত চৌধুরী। প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ অন্যান্য অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা জানান রোটারেক্ট ও ইন্টারেক্টবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন অভিষেক কমিটির চেয়ারম্যান পিপি এমএ রাজ্জাক। প্রধান অতিথি ও বিশেষ অতিথি অভিষেক অনুষ্ঠান উপলক্ষে রোটারিয়ান প্রদীপ দাশ সাগরের সম্পাদনায় প্রকাশিত স্যুভেনীর মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে আগত অতিথিদেরকে পরিচয় করিয়ে দেন অ্যাডিশন্যাল ডিস্ট্রিক্ট কো-অডিনেটর পিপি শামীম আহছান। ক্লাব সদস্য ও তাদের পরিবারবর্গদের পরিচয় করিয়ে দেন কনক জ্যোতি সেন রাজু। চার্টার প্রেসিডেন্ট শহীদ উদ্দিন চৌধুরীর ৭০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে মঞ্চে কেক কাটা হয়। ২০১৭-১৮ রোটাবর্ষের রিপোর্ট পেশ করেন বিদায়ী সেক্রেটারী মোহাম্মদ শাহীন। বিদায়ী প্রেসিডেন্ট স্বদীপ কুমার বণিক শুভেচ্ছা বক্তব্য দিয়ে প্রেসিডেন্ট কলার পরিয়ে দেন নবাগত প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান শামীমকে। অপর দিকে বিদায়ী সেক্রেটারী মোহাম্মদ শাহীন নবাগত সেক্রেটারী তানবিরুল হাসান শ্যামলকে কলার পড়িয়ে দেন। এরপরই ২০১৮-১৯ রোটাবর্ষের পরিচালকবৃন্দদের পরিচয় করিয়ে দেয়া হয়। ডেপুটি গভর্ণর পিপি রেজাউল মোহিত খানের পরিচালনায় নবাগত রোটারিয়ানদের অর্ন্তভুক্ত করে রোটারী পিন পরিয়ে দেন পিডিজি ডাঃ মনজুরুল হক চৌধুরী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইন্টারেক্ট প্রেসিডেন্ট আমিনুল ইসলাম শাকিল, রোটারেক্ট প্রেসিডেন্ট অজয় কর তপু, পিপি বাদল কুমার রায়, প্রেসিডেন্ট ইলেক্ট মোদারিছ আলী টেনু ও চার্টার প্রেসিডেন্ট শহীদ উদ্দিন চৌধুরী। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন রোটারিয়ান বেলায়েত হোসেন, পিপি তবারক আলী লস্কর, পিপি মোহাম্মদ শরীফ উল্লাহ, তাহমিনা বেগম গিনি, অডিশন্যাল ডিস্ট্রিক টেইনার ডাঃ মোঃ জমির আলী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট মোঃ রফিক মিয়া প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী সামছুদ্দিন চৌধুরী এমবিই, সাবেক সচিব মিজানুর রহমান, অধ্যাপিকা আম্বিয়া খাতুন, প্রবাসী সিরাজুল ইসলাম কয়েছ, বিশিষ্ট ব্যবসায়ী মর্তুজ আলী, রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই’র সাবেক সভাপতি সৈয়দ আব্দুল বাকী ইকবাল, সেক্রেটারী হাবিবুর রহমান মুরাদ, রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রাল এর সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, চীফ সার্জেন্ট এট আর্মস ডাঃ এসএস আল-আমিন সুমন। সার্ভিস প্রজেক্টের আওতায় হবিগঞ্জ এসোসিয়েশন ফর অটিজম এন্ড সোসিয়াল ইমপ্র“ভমেন্টকে রোটারী ক্লাব অব হবিগঞ্জের পক্ষে ৪০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। প্রতিষ্ঠানের পক্ষে চেক গ্রহণ করেন রোটারিয়ান প্রশান্ত কুমার দাশ, রোটারিয়ান পিপি সফিকুল বারী আউয়াল ও মোঃ কামরুজ্জামান। উল্লেখ্য, এই প্রতিষ্ঠান অটিজম আক্রান্ত শিশুদেরকে ফিজিওথেরাপী, পিসথেরাপী’র মাধ্যমে চিকিৎসা দিচ্ছে। ক্লাব সভায় নিয়মিত উপস্থিত থাকার জন্য ১০ জন রোটারিয়ানকে ক্রেস্ট প্রদান করে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে শিশু শিল্পী উম্মে জাহান মেঘলা ও প্রতিজ্ঞা চৌধুরী কথা আকর্ষনীয় নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠানে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন পিপি ফজলুর রহমান লেবু। পরিসংখ্যান প্রদান করেন পিপি ফনি ভূষন দাশ। অনুষ্ঠানে র‌্যাফেল ড্র’র মাধ্যমে ১৪ জন ভাগ্যবান উপহার গ্রহণ করেন। এ পর্বটি পরিচালনা করেন রোটারিয়ান এএসএম মহসিন চৌধুরী। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com