স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে ছিনতাইকালে দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটকরা হলেন, শায়েস্তাগঞ্জ বিরামচর গ্রামের অলি মিয়ার পুত্র মোশাহিদ মিয়া (২৫) ও একই এলাকার কদর আলীর পুত্র আব্বাস আলী (২৪)। গত শুক্রবার দিবাগত রাত ১১ টার দিকে অলিপুরে একটি সিএনজি আটকিয়ে যাত্রীদের কাছ থেকে ছিনতাই করার সময় স্থানীয় লোকজন তাদেরকে আটক করে গণধোলাই দিয়ে শায়েস্তাগঞ্জ থানায় সোপর্দ করে। গতকাল শনিবার বিকেলে তাদেরকে কোর্টের মাধ্যমে কারগারে প্রেরণ করা হয়।