বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সিএনজি-পিকআপ ভ্যানের সংঘর্ষে বৃদ্ধ নিহত হবিগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের পদযাত্রা নিয়ে সংবাদ সম্মেলন নবীগঞ্জে সংঘর্ষ নিরসনে শালিস প্রক্রিয়া চলাকালেই ১১৫ জনের বিরুদ্ধে মামলা আদালতগুলোতে ছিল শোক ভাবগাম্ভির্য্য ॥ শোক প্রস্তাবের মধ্য দিয়ে হবিগঞ্জে বিচার কার্যক্রম শুরু ঢাকায় বিমান বিধ্বস্তে নিহতদের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল সুতাং নদী থেকে অবাধে বালু উত্তোলনের মহোৎসব লাখাইয়ে সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে কৃষির রূপ বানিয়াচং উপজেলা নির্বাচন কর্মকর্তা কামাল হোসেনকে বিদায় সংবর্ধনা শহরে যৌথবাহিনীর সাড়াশি অভিযান শায়েস্তাগঞ্জে উঠানে খেলার সময় বজ্রপাতে শিশু নিহত

মাছুলিয়া ব্রীজের পূর্বপাড়ে ২৭ পরিবার উচ্ছেদ

  • আপডেট টাইম সোমবার, ১৬ জুলাই, ২০১৮
  • ৫৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মাছুলিয়া ব্রীজ এলাকায় খোয়াই নদী পাড়ে গড়ে উঠা বসতবাড়ী ও দোকান ঘরসহ প্রায় ২৭টি ঘর উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। গতকাল রোবাবার বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মর্জিনা বেগমের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদী পাড়ের ২৭ টি বাড়ি ঘর ভেঙ্গে ফেলা হয়। এতে ওই ২৭ পরিবারের লোকজন খোলা আকাশের নিচে অবস্থান করছেন।
অভিযানকালে হবিগঞ্জ সদরের এসিল্যান্ড নাঈমা খন্দার, পানি উন্নয়ন বোর্ডের এসও মোঃ সৈকত, রাজস্ব কর্মকর্তা মোঃ সোহেলসহ পুলিশ প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন।
জানা যায়, খোয়াই নদীর মাছুলিয়া এলাকার পুর্ব পাড়ে দীর্ঘদিন যাবত ঘর বাড়ি বানিয়ে বসবাস করে আসছে দখলকারীরা। সম্প্রতি খোয়াই নদীতে পানি বিপদ সীমা অতিক্রম করলেই বিপদগ্রস্থ হয় তারা। এরই ধারাবাহিকতায় খোয়াই নদীর পানি বিপদী সীমা অতিক্রম করলে নদী ভাঙ্গনের কবলে পড়ে তারা। সম্প্রতি জেলা প্রশাসনের এক জরুরি সভায় সিদ্ধান্ত হয় যে নদী পাড়ে অবৈধ ভাবে গড়ে উঠা সকল স্থাপনা উচ্ছেদ করা হবে। এছাড়াও যাদের বসত ভিটা নেই তাদেরকে সরকারী সহযোগীতা প্রদান করা হবে। এরই ধারাবাহিকতায় গতকাল ওই এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় ২৭টি বসত বাড়ি উচ্ছেদ করা হয়। অভিযানে সহযোগীতা করেন সদর থানার একদল পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com