শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা

হবিগঞ্জ পৌরসভায় নগর খাদ্য উৎপাদন দিবস পালিত দরিদ্র হ্রাসকরনে আমাদেরকে সফলতা অর্জন করতে হবে-জেলা প্রশাসক

  • আপডেট টাইম বুধবার, ১২ মার্চ, ২০১৪
  • ৫১৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার ইউপিপিআরপি ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করেছে নগর খাদ্য উৎপাদন দিবস ২০১৪। এ উপলক্ষে হবিগঞ্জ পৌরসভায় বাস্তবায়নাধীন নগর অংশীদারিত্বে মাধ্যমে দারিদ্র হ্রাসকরন প্রকল্প (ইউপিপিআরপি) আয়োজন করে নানা কর্মসুচীর। কর্মসুচীগুলোর মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, নগর খাদ্য-কৃষি মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন। সকাল ১০ টায় পৌরমঞ্চে হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জের জেলা প্রশাসক জয়নাল আবেদীন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এ ধরনের প্রকল্প দরিদ্র মানুষের জন্য এক সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। তিনি বলেন খাদ্য উৎপাদনে আমরা অনেক সফলতা অর্জন করলেও দারিদ্র বিমোচনসহ অন্যান্য ক্ষেত্রে আমাদেরকে আরো অগ্রগতি অর্জন করতে হবে। তিনি পশুপালন, মাশরুম চাষসহ বিভিন্ন খামার পরিচালনা করে নগরে বসবাসরত দরিদ্র জনগোষ্ঠীকে পারিবারিক জীবনে স্বচ্ছলতা আনতে উৎসাহ প্রদান করেন। সভাপতির বক্তব্যে মেয়র আলহাজ্ব জি, কে গউছ বলেন নগর খাদ্য উৎপাদনে আমরা শহরের কমবিত্তের অধিকারী জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে চাই। তিনি বলেন খাদ্য উৎপাদন করতে বাড়তি জমির প্রয়োজন নেই। বাড়ীর আঙ্গিনায় খামার করে ইতিমধ্যে অনেকেই স্বাবলম্বী হয়েছেন। মেয়র ফরমালিনযুক্ত খাবার বর্জন করে নিজের উৎপাদিত ফরমালিনমুক্ত খাবার পরিবারের সদস্যদের মুখে তুলে দিতে সকলের প্রতি আহবান জানান। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি বিভাগের উপ পরিচালক গোপাল চন্দ্র দাস ও জেলা মৎস কর্মকর্তা আশরাফ উদ্দিন আহম্মদ। স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাস ও শুভেচ্ছা বক্তব্য রাখেন টাউন ম্যানেজার মোঃ শফিউল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর পিয়ারা বেগম, পৌরসভার সচিব নুর আজম শরীফ ও সিডিসি ফেডারেশনের সভাপতি আরব আলী। সভা উপস্থাপনা করেন ইউপিপিআরপি’র সোসিও ইকোনোমিস্ট মোঃ মাহবুব আলম। আলোচনা সভার পর এক বর্ণাঢ্য র‌্যালী সারা শহর প্রদক্ষিন করে। দিনব্যাপী নগর খাদ্য-কৃষি মেলায় ১৫ টি স্টল ছিল। ষ্টলগুলোতে দর্শনার্থীদের ভিড় লক্ষ করা যায়। সন্ধ্যার পর স্থানীয় শিল্পীবৃন্দ পরিবেশন করেন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে অনুষ্ঠিত হয় পুরস্কার বিরতনী অনুষ্ঠান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com