বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক ফেসবুকে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা ॥ যুবক গ্রেপ্তার নবীগঞ্জে পশু কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিনামূল্যে আড়াই কোটি টাকার সার-বীজ বিনামূল্যে বিতরণ নবীগঞ্জের কায়স্থ গ্রামে রাস্তা দখলের চেষ্টার অভিযোগ নবীগঞ্জে ঝন্টু রায়ের পিতার পরলোকগমন ॥ শ্রাদ্ধকার্য সম্পন্ন রোটারী ক্লাব ও ফারিয়ার শোক ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকীকে ইসলামী ফ্রন্ট এর পূর্ণ সমর্থন প্রদান ইকরাম জগন্নাত জিউর আখড়ার নতুন পরিচালনা কমিটি গঠন বানিয়াচংয়ে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন হবিগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামা’আত ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ গঠিত

মাধবপুরে এসএসসি’র ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ নভেম্বর, ২০১৭
  • ৪৫৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলায় ২০১৮ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণে বিদ্যালয় গুলোতে শিক্ষাবোর্ডের নির্ধারিত তালিকার বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। প্রতিটি বিদ্যালয়ে সরকার ও শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত হারে ফরম পূরণের টাকা নেওয়ার লিখিত নির্দেশ দেওয়ার পরও মাধবপুর উপজেলার অধিকাংশ বিদ্যালয় বোর্ডের নির্দেশ উপেক্ষা করে পরীক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে দ্বিগুনের চেয়ে বেশি টাকা আদায় করেছে। বোর্ড নির্ধারিত ফরম পূরণের হার হচ্ছে প্রতি বিষয়ে ৭০ টাকা, ব্যবহারিক চার বিষয়ে ৩০ টাকা, একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফি ৪০ টাকা, সনদ ফি ১০০ টাকা, অন্যান্য-৯০ টাকা, সর্বমোট ১ হাজার ৫ শ টাকা নেওয়ার কথা নির্দেশ থাকলেও নেওয়া হয়েছে ২ হাজার ৫ শ থেকে ৪ হাজার টাকা এবং কোন কোন ক্ষেত্রে তারও উপরে। অভিভাবকরা জানান ফরম পূরণের তারিখ ১৮ নভেম্বর হলেও অভিভাবকদের বলা হয় ১২ নভেম্বর পর্যন্ত সর্বশেষ তারিখ। এই স্বল্প সময়ের মধ্যে শিক্ষার্থী অভিভাবকরা ধার দেনা করে ফরম পূরণ করেছে। অতিরিক্ত অর্থ নেওয়া হলেও কোন রশিদ দেওয়া হয়নি। আদাঐর লোকনাথ উচ্চ বিদ্যালয়, শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়, তালিবপুর আহছানিয়া উচ্চ বিদ্যালয়, মনতলা উচ্চ বিদ্যালয়, আন্দিউড়া উচ্চ বিদ্যালয় ও বানেশ্বর উচ্চ বিদ্যালয়সহ উপজেলার ২২টি হাই স্কুল, ৪টি স্কুল এন্ড কলেজ এবং ৫টি মাদ্রাসায় কোচিং এর নামে অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে। নিয়মানুযায়ী কোচিং করা ছাত্র-ছাত্রীদের বাধ্যতামূলক নয়। কোন পলীক্ষার্থী কোচিং করতে রাজি হলে সে স্বেচ্ছায় আবেদন করার কথা। অতিরিক্ত ফি আদায়ের বিষয়ে ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর উচ্চ আদালত সুয়োমুটো রুল জারি করে। এ কারণে অনেক বিদ্যালয় অতিরিক্ত অর্থ বাধ্য হয়ে ফেরত দেয়। এ বছরও উচ্চ আদালতের আদেশটি প্রত্যেক বিদ্যালয়ে ও ওয়েব সাইটে দেওয়ার পরও এ নির্দেশ কেউ মানেনি। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, বোর্ড নির্ধারিত হারেই ফরম পূরণের টাকা নেয়া হয়েছে। যারা কোচিং করতে আগ্রহী তাদের কাছ থেকে কোচিং বাবদ ফি নেওয়া হয়েছে। এ ব্যাপারে মাধবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, হাইকোর্টের রিটের কথা শুনছি তবে কোন চিঠি পাইনি। প্রত্যেক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চিঠি দিয়ে নির্ধারিত হারে ফরম পূরণের ফি নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। কেউ অতিরিক্ত টাকা নিয়ে থাকলে প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোকলেছুর রহমান বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। কেউ যদি অতিরিক্ত অর্থ নিয়ে থাকে এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com