রবিবার, ১৮ মে ২০২৫, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি আজমিরীগঞ্জে শালিসে প্রতিপক্ষের সর্দারকে মারধর ॥ শালিস পন্ড শহরে স্বর্ণ ও টাকা আত্মসাতের অভিযোগে আপন ভাই-মামার বিরুদ্ধে মামলা দায়ের শহরে পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম হবিগঞ্জে অ্যাড্ডা কুকিং ইনস্টিটিউটের প্রফেশনাল শেফ কোর্সের সনদ বিতরণ হবিগঞ্জের মউশিক’র মানববন্ধন বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসের আলোচনা সভায় বক্তারা ॥ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন জরুরি তেলিয়াপাড়ায় সাংবাদিকের উপর হামলা ॥ যুবক গ্রেপ্তার হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল লিফট ও এসি বিকল ॥ চরম দূর্ভোগ শহরের ইনাতাবাদে জনতার হাতে ৩ মাদক ব্যবসায়ী আটক

আজমিরীগঞ্জে ইউপি চেয়ারম্যান ও পিআইও’র বিরুদ্ধে নির্মাণ কাজের টাকা আত্মসাতের অভিযোগ

  • আপডেট টাইম বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬
  • ৬৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জের বদলপুর ইউপি চেয়ারম্যান সুষেনজিত চৌধুরী ও আজমিরীগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও মোহাম্মদ আলীর বিরুদ্ধে পাহাড়পুর আদর্শ কলেজের লেট্রিন নির্মাণের ১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। লেট্রিন নির্মাণ প্রকল্পের প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি হীরা লাল দাসের স্বাক্ষর জাল করে এ অর্থ উত্তোলন করে আত্মসাত করা হয়েছে বলে অভিযোগে জানা গেছে।
অভিযোগে প্রকাশ, পাহাড়পুর আদর্শ কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান লেট্রিন নির্মাণের জন্য ১ লাখ টাকা বরাদ্দ দেন। লেট্রিন নির্মাণ প্রকল্পের জন্য সংসদ সদস্যের অনুমোদিত কলেজের দাতা সদস্য হীরা লাল দাসকে সভাপতি করে ৫ সদস্যের প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। গত ২০ জুন ও ২৭ জুন হীরা লাল দাস প্রকল্পের টাকা উত্তোলনের জন্য গেলে আজমিরীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আলী প্রকল্পের কোনো টাকা আসেনি বলে গালমন্দ করে ফিরিয়ে দেন। গত ১৩ নভেম্বর দুপুর ১২ টার দিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের এমএলএসএস আব্দুল গফুর মিয়া হীরা লাল দাসকে মোবাইল ফোন করে জানান-দ্রুত সময়ের মধ্যে পাহাড়পুর আদর্শ কলেজ উন্নয়ন প্রকল্পের মাস্টার রোল দাখিল করা না হলে আমার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। পরে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন পাহাড়পুর আদর্শ কলেজের লেট্রিন নির্মাণ প্রকল্প বাস্তবায়ন দেখিয়ে গত ২০ জুন ৫০ হাজার টাকা এবং ৩০ জুন ৫০ হাজার টাকা উত্তোলন করা হয়েছে। বিষয়টি তিনি কলেজ পরিচালনা কমিটিকে অবগত করলে কলেজ পরিচালনা কমিটির সদস্য ২নং বদলপুর ইউপি চেয়ারম্যান সুষেনজিত চৌধুরী জানান-“প্রকল্পের টাকা আমি উত্তোলন করেছি। আপাততঃ লেট্রিন নির্মাণের প্রয়োজন নাই। যখন প্রয়োজন হবে তখন করা যাবে”। হীরা লাল দাস জানান-“সুষেনজিত চৌধুরী প্রভাবশালী ও ক্ষমতাবান হওয়ায় কেউ তার অন্যায়ের প্রতিবাদ করেনি। আজমিরীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী, ইউপি চেয়ারম্যান সুষেনজিত চৌধুরীসহ অজ্ঞাত ব্যক্তিরা একে অপরের সহযোগিতায় আমার স্বাক্ষর জাল করে সংসদ সদস্য আব্দুল মজিদ খানের দেয়া বরাদ্দের ১ লাখ টাকা উত্তোলন করে সমুদয় টাকা আত্মসাত করেছেন”। এব্যাপারে একটি লিখিত অভিযোগ জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বরাবরে প্রেরণ করা হয়েছে।
এদিকে লেট্রিন নির্মাণ না হওয়ায় শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com