বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

শায়েস্তাগঞ্জে চাল বিতরণকালে এমপি আবু জাহির ॥ শেখ হাসিনার সরকার দরিদ্র জনগোষ্ঠীর সেবায় বদ্ধ পরিকর

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ এখন খাদ্যে সয়ংসম্পন্ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দরিদ্র জনগোষ্ঠীর সেবায় বদ্ধ পরিকর। তাই প্রতিটি ঈদসহ বিভিন্ন সময়ে বিনামূল্যে চাল তুলে দিচ্ছে। গতকাল বুধবার শায়েস্তাগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফএর চাল বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশের জনগণের শান্তি নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। কিন্তু একটি কুচক্রী মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে লিপ্ত রয়েছে। যার কারণে দেশে কয়েকটি সন্ত্রাস ও জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এসব সন্ত্রাসী ও জঙ্গি মদদদাতাদের বিরুদ্ধে সকলকে সচেতন থাকতে তিনি শায়েস্তাগঞ্জবাসীর প্রতি আহ্বান জানান।
চাল বিতরণের উদ্ভোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, আব্দুল মুকিত, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদউজ্জামান মাসুক, সহ-সভাপতি খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন শাহেদ, সদর উপজেলা যুবলীগের সভাপতি ফজল উদ্দিন তালুকদার, পৌর যুবলীগের সভাপতি মোঃ আব্দুল মুকিত, পৌর কাউন্সিলর মোঃ মাখন মিয়া, আব্দুল জলিল, জালাল উদ্দিন মোহন, মোঃ গফুর মিয়া, নবাব আলী, মোঃ তাহির মিয়া, খায়রুল আলম, সাইদুর রহমান, আছমা আব্দুল্লাহ, শিউলী বেগম, তহুরা আক্তার লাইজু, পৌর সচিব মাহবুবুর রহমান পটোয়ারী, নিবার্হী প্রকৌশলী সিরাজুল ইসলাম, সহকারি প্রকৌশলী কাজী আবু ওবায়েদ, আওয়ামীলীগ নেতা আব্দুল হাসিম, জসিম উদ্দিন জুয়েল, হারুনুর রশিদ, মাসুম মিয়া, তৈয়ব আলী, মোঃ ইছন মিয়া, আব্দুর রশিদ তালুকদার, আব্দুল্লাহ আল মামুন, সেলিম আহমেদ, আতিকুর রহমান অপু, মোঃ ছুরাব আলী, আব্দুল কাদির দরবেশ, ছাত্রলীগ নেতা সালাউদ্দিন লিটন, মাসুক আহমেদ, প্রসনজিত দেব, সাইদুল ইসলাম সোহাগ, সাইদুর রহমান জীবন, হাবিবুর রহমান বিলাল, এমদাদুল ইসলাম শিতল, সাবাজ আহমেদ, এসআই সোহাগ প্রমুখ।
উল্লেখ্য, গতকাল শায়েস্তাগঞ্জ পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৮শ অসহায় দুঃস্থ নারী পুরুষদের মাঝে বিজিএফ এর চাল বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com