সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

হবিগঞ্জ কওমী মাদরাসা বোর্ড’র উদ্যোগে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন পালিত

  • আপডেট টাইম সোমবার, ৮ আগস্ট, ২০১৬
  • ৪৩৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ কওমী মাদরাসা বোর্ড হবিগঞ্জ এর পূর্ব ঘোষিত কর্মসূচী হিসাবে গতকাল রবিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বোর্ডের অন্তর্ভূক্ত জেলার সকল মাদরাসা একই সাথে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। হবিগঞ্জ সদরে বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা আবু ছালেহ সাদী’র সভাপতিত্বে ও মুফতি হাফেজ বশির আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন- মাওলানা আইয়ুব বিন সিদ্দিক, মাওলানা নিয়াজুর রহমান, মাওলানা আব্দুল হালিম, মাওলানা জুনাইদ আহমেদ, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা আলী আহমদ, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা দেলোয়ার হোসাইন রাজু, মাওলানা আমিমুল এহসান, মাওলানা আবুল হাসান, মাওলানা মাহমুদুর রহমান, মাওলানা আব্দুল মজিদ, মহিব উদ্দিন আহমেদ সোহেল, আলহাজ্ব সিদ্দিক আলী প্রমুখ।
বাহুবল থানায় মাওলানা আব্দুল খালিক সাহেবের সভাপতিত্বে ও মাওলানা আজিজুর রহমান মানিকের পরিচালনায় বক্তব্য রাখেন- মাওঃ আব্দুল বারী আনছারী, মাওঃ ছাবির আহমদ, মাওঃ মিনহাজুল ইসলাম, মাওঃ আব্দুল কাইয়ুম জাকী, মাওঃ আব্দুল ওয়াদুদ, মাওঃ মামনুন, মাওঃ হাফেজ আঃ নূর প্রমুখ।
শায়েস্তাগঞ্জে মাওঃ আঃ সালামের সভাপতিত্বে ও মুফতি তাফাজ্জুল হকের পরিচালনায় উপস্থিত ছিলেন-মাওঃ ফয়জুর রহমান, মাওঃ আল আমিন, মাওঃ জাকারিয়া, মাওঃ হুমায়ুন, মাওঃ রফিকুল ইসলাম হরষপুরী, মাস্টার শরীফ উদ্দিন, মাস্টার সবুজ মিয়া, হাফেজ মোহাম্মদ উল্লাহ, হাফেজ আঃ রহিম প্রমুখ।
লাখাই থানায় মাওঃ আঃ লতিফের সভাপতিত্বে ও মাওঃ খাইরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন-মাওঃ আব্দুল হাই, মাওঃ আব্দুল ওয়াদুদ, মাওঃ মোস্তাফিজুর রহমান, মাওঃ সামছুল হক, মাওঃ সুহাইল আহমদ, মাওঃ মুহিবুর রহমান, মাওঃ হোসাইন আহমদ, মাওঃ আমিনুল হক, মাওঃ আব্দুল্লাহ, মাওঃ মোতাসিম বিল্লাহ, মাওঃ ইকবাল হোসাইন, মাওঃ আলী আযম, মাওঃ লুৎফুর রহমান প্রমুখ।
এছাড়া নবীগঞ্জ, বানিয়াচং, আজমিরীগঞ্জ, চুনারুঘাট ও মাধবপুর থানায় মানববন্ধন পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন-এবার দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গেছে যে, কওমী মাদরাসার সাথে জঙ্গি ও সন্ত্রাসবাদের কোন সম্পর্ক নেই। জঙ্গিদের কোন দল নেই। এরা দেশের শত্র“, মানবতার শত্র“। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে এদের মোকাবিলা করে আমাদের দেশকে রক্ষা করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com