নবীগঞ্জ প্রতিনিধি ॥ ব্যক্তিগত রেশারেশিকে কেন্দ্র করে নবীগঞ্জ শহরে ৪দিন ধরে সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক নারী-পুরুষ। বেশ কয়েকটি দোকান আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়েছে। অর্ধশতাধিক দোকান লুট করা হয়েছে। ট্রাক, বাস, সিএনজি, ভাংচুর এবং মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৪জনকে আটক করেছে। বিভিন্ন যানবাহন, দোনপাট ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।
এদিকে বিকাল ৪ টার দিকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন নবীগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি করেন। কিন্তু ১৪৪ ধারা জারির পরেও ৩ ঘন্টা সংঘর্ষ চলে।
নবীগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের নবগঠিত কমিটির সহ-সভাপতি ও যুবলীগ ইনাতগঞ্জ ইউনিয়নের সাবেক সভাপতি আশাইদ আলী আশা ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ পৌর বিএনপির সদস্য সেলিম তালুকদার এর মধ্যে রেসারেসি চলে আসছিল। এতে এক অপরে পত্রিকা ও ফেসবুকে লেখালেখি করেন। এতে ক্ষিপ্ত হয়ে সেলিম তালুকদার এর শালা তিমিরপুর গ্রামের খসরু মিয়া তালুকদার কয়েকজনকে নিয়ে গত শুক্রবার সন্ধ্যায় আশাইদ আলী আশার সাথে কথা কাটাকাটি ও মারপিট হয়। এ সময় আশা দৌড়ে পালানোর চেষ্টা করলে খসরু ও তার লোকজন ধাওয়া করে। আশা দৌড়ে একটি মার্কেটে প্রবেশ করলে আনমনু গ্রামের কয়েকজন ব্যবসায়ী তাদের বাধা দেন। এসময় তাদের সাথেও হামলাকারীরা খারাপ আচরণ করে ও হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর তিমিরপুর ও আনমনু গ্রামে পৌছুলে উভয় গ্রামের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এর জের ধরে গত ৩দিন ধরে উত্তেজনা ও হামলা পাল্টা হামলা চলে আসছিল। এদিকে বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে সামাজিক শালিসি প্রক্রিয়া চলছিল।
গত শনিবার রাতের সংঘাতের পর পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান শহরের পরিস্থিতি কিছুটা শান্ত হলেও সোমবার সকাল থেকে আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে। নবীগঞ্জ শহর ও আনমনু পয়েন্টে জড়ো হতে থাকলে আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। এর জের ধরে শহরে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।
গতকাল সোমবার দুপুরে আনমনু ও পূর্ব তিমিরপুর গ্রামের লোকজন নিজ নিজ এলাকায় শালিস প্রক্রিয়া নিয়ে মিটিং করেন। এরই মাঝে বিকাল ৩টার দিকে তিমিরপুর গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাজারে এসে আনমনু গ্রামের রাস্তার মুখে আসলে আনমনু গ্রামের লোকজনও এগিয়ে আসে। শুরু হয় সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া। নবীগঞ্জ শহরের রাজাবাদ, রাজনগর, কানাইপুর, নোয়াপাড়া ৪টি মৎস্যজীবি গ্রামের লোকজন আনমনু গ্রামের পক্ষে, অপর দিকে পশ্চিম তিমিরপুর, চরগাও গ্রামের লোকজন পূর্ব তিমিরপুর গ্রামের পক্ষে সংঘর্ষে যোগ দেয়। এতে পুরো নবীগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে উভয় পক্ষে শতাধিক নারী পুরুষ আহত হয়েছেন। এর মধ্যে তিমিরপুর গ্রামের আহত এম্বুলেন্স চালক ফারুক মিয়া (৪২)কে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়। অপর দিকে আনমনু গ্রামের আহত লিমন মিয়া (৩৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে লাইফসার্পোটে রয়েছে বলে জানা গেছে। শহরের মধ্যে দুই শতাধিক দোকান পাট ভাংচুর ও লুটপাট হয়েছে। সংঘর্ষ চলাকালে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয়া হয়। সংঘর্ষ চলাকালে শতাধিক দোকানপাট ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগ করা হয়। এছাড়া শহরের পশ্চিম বাজারে প্রতিটি মার্কেট ও দোকানপাট ভাংচুর লুটপাট হয়েছে।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন জানান, নবীগঞ্জ শহরের মারামারি ঘটনায় পরিস্থিতি স্বাভাবিক করতে বিকাল ৪ টা থেকে ৮ জুলাই রাত ১২ টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছি। পরিস্থিতি বুঝে ১৪৪ ধারার সময় বর্ধিত করা হতে পারে। তিনি বলেন পরিস্থিতি এখন প্রশাসনে নিয়ন্ত্রনে রয়েছে।
রাত ৮ টার দিকে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. কামরুজ্জামান জানান, “আমরা বিষয়টি সমাধানের আহ্বান জানিয়েছিলাম। এখন সংঘর্ষ ও লুটপাটের বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি। তবে পুরো বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছে।” শহরে শান্তি শৃংখলা রক্ষায় অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী মোতায়েন রয়েছে।