ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ শহরে দুই পক্ষের সংঘর্ষে নিহত রিমন মিয়া (৪০)-এর জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৫টায় নবীগঞ্জ পৌর এলাকার আনমনু পশ্চিম মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় অংশ নেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, বাহুবল-নবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছাবির আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান পেয়ারা, খালেদ আহমদ পাঠান, কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিহাব আহমেদ চৌধুরী এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইদুল হক চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত ৩ জুলাই (বৃহস্পতিবার) রাতে তিমিরপুর গ্রামের খসরু মিয়া তালুকদারের সঙ্গে ইনাতগঞ্জ ইউনিয়ন যুবলীগ সভাপতি আশাহিদ আলী আশার কথাকাটাকাটির জেরে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এরপর যুবলীগ নেতা আশার পক্ষে আনমনু গ্রামের লোকজন তিমিরপুর গ্রামের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এর ধারাবাহিকতায় ৪ জুলাই (শুক্রবার) রাতেও উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরবর্তীতে ৭ জুলাই (সোমবার) দুপুরে পূর্ব তিমিরপুর ও চরগাঁও গ্রামের লোকজনের সঙ্গে আনমনু ও আশপাশের কয়েকটি গ্রামের লোকজন পুনরায় সংঘর্ষে জড়ায়। বিকেল সাড়ে ৬টা পর্যন্ত চলা এই সংঘর্ষে পূর্ব তিমিরপুর গ্রামের ফারুক মিয়া নিহত হন এবং দেড় শতাধিক ব্যক্তি আহত হন। এ সময় শহরের অন্তত ৫০টি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও ১০টি দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর আহত হন আনমনু গ্রামের আউয়াল মিয়ার ছেলে রিমন মিয়া। তাকে প্রথমে নবীগঞ্জ থেকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে ভর্তি করা হয়। সংঘর্ষের ঘটনার পাঁচ দিন পর, শনিবার (১২ জুলাই) রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রিমনের মৃত্যু হয়। রিমনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।